Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8068
১.বাংলা ভাষার মধ্যযুগ-১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ।
২. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?- আলাউদ্দিন হোসেন শাহ।
৩. কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন?- মালাধর বসু।
৪. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?-গিয়াস উদ্দিন আজম শাহ।
৫. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? - গিয়াস উদ্দিন আজম শাহ।
৬. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?- আইন-ই-আকবরী।
৭.আলাওল কোন রাজসভার কবি ছিলেন ? –আরাকান রাজসভার ।
৮. কোন দুজন আরাকান রাজ্যসভার কবি? – মহাকবি আলাওল ও দৌলতকাজী।
৯. কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন?- রাজাকৃষ্ণচনে্দ্রর।
১০. ভারতচন্দ্র রায়চন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?- কৃষ্ণনগর রাজসভা।
১১. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম ?-চৈতন্য।
১২. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?- ১২০১ থেকে ১৩৫০ খ্রিঃ।
১৩.শূন্যপুরাণ কাব্য কার রচনা ?-রামাই পণ্ডিত ।
১৪. কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?- তুর্কী।
১৫. সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?- শ্রীকৃষ্ণকীর্তন।
১৬. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?- শ্রীকৃষ্ণ কীর্তন।
১৭.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা ?-বড়ু চণ্ডীদাস ।
১৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?- বসন্তরঞ্জন রায়।
১৯. বিদ্যাপতি কোন ভাষায় রাধাকৃষ্ণ – বিষয়ক পদগুলো রচনা করেন?- ব্রজবুলি।
২০. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে – বড়ু চণ্ডীদাস ।
২১ . পদ বা পদাবলী বলতে কি বুঝায়?- বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি।
২২. বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?-বিদ্যাপতি।
২৩. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?-চণ্ডীদাস।
২৪. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?-বিদ্যাপতি।
২৫. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?-মিথিলার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    374 Views
    by raihan
    0 Replies 
    393 Views
    by rafique
    0 Replies 
    379 Views
    by rajib
    0 Replies 
    379 Views
    by rajib
    0 Replies 
    536 Views
    by rafique

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]