- Wed Dec 04, 2024 10:58 am#8057
১. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? – পাল।
২. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?- চর্যাপদ ।
৩. ড. মোহাম্মদ শহীদুল্লাহ মতে , চর্যাপদের ভাষা – বঙ্গ-কামরূপী।
৪. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায় ?- নেপালে।
৫. চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?-নেপাল।
৬. চর্যাপদ এক প্রকার- গান।
৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি ?- চর্যাপদ।
৮. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?- চর্যাপদ ।
৯. বাংলা ভাষার প্রথম কাব্য কবিতা সংকলন – চর্যাপদ ।
১০. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক –হরপ্রসাদ শাস্ত্রী।
১১. চর্যাগীতি আবিষ্কার করেন – হরপ্রসাদ শাস্ত্রী।
১২. চর্যাপদ আবিষ্কার হয় কোথা থেকে ? – নেপালের রাজগ্রন্থশালা থেকে ।
১৩. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? – ১৯০৭ সালে।
১৪. বঙ্গীয় সাহিত্য পরিষদ কতৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?- শ্রী হরপ্রসাদ শাস্ত্রী।
১৫. চর্যাপদ যে বাংলা ভাষার রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?-ড. সুনীতিকুমান চট্টোপধ্যায়।
১৬. হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল – হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা ।
১৭.চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ? – সহজিয়া বৌদ্ধ ।
১৮. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে ?- চর্যাপদ।
১৯. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর ? – ১০০০ বছর।
২০. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন ? – ২৩।
২১. চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায় ? – ২৩ নং পদ।
২২. চর্যাপদ কোন ছন্দে লেখা ?- মাত্রাবৃত্ত।
২৩. বাংলা সাহিত্যর আদি কবি কে? – লুইপা।
২৪. শবর পা কে ছিল ? –চর্যাকর ।
২৫. খনার কচন কি সংক্রান্ত ? – ইংরেজি সাহিত্যের ইতিহাস ।
২. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?- চর্যাপদ ।
৩. ড. মোহাম্মদ শহীদুল্লাহ মতে , চর্যাপদের ভাষা – বঙ্গ-কামরূপী।
৪. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায় ?- নেপালে।
৫. চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?-নেপাল।
৬. চর্যাপদ এক প্রকার- গান।
৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি ?- চর্যাপদ।
৮. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?- চর্যাপদ ।
৯. বাংলা ভাষার প্রথম কাব্য কবিতা সংকলন – চর্যাপদ ।
১০. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক –হরপ্রসাদ শাস্ত্রী।
১১. চর্যাগীতি আবিষ্কার করেন – হরপ্রসাদ শাস্ত্রী।
১২. চর্যাপদ আবিষ্কার হয় কোথা থেকে ? – নেপালের রাজগ্রন্থশালা থেকে ।
১৩. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? – ১৯০৭ সালে।
১৪. বঙ্গীয় সাহিত্য পরিষদ কতৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?- শ্রী হরপ্রসাদ শাস্ত্রী।
১৫. চর্যাপদ যে বাংলা ভাষার রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?-ড. সুনীতিকুমান চট্টোপধ্যায়।
১৬. হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল – হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা ।
১৭.চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ? – সহজিয়া বৌদ্ধ ।
১৮. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে ?- চর্যাপদ।
১৯. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর ? – ১০০০ বছর।
২০. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন ? – ২৩।
২১. চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায় ? – ২৩ নং পদ।
২২. চর্যাপদ কোন ছন্দে লেখা ?- মাত্রাবৃত্ত।
২৩. বাংলা সাহিত্যর আদি কবি কে? – লুইপা।
২৪. শবর পা কে ছিল ? –চর্যাকর ।
২৫. খনার কচন কি সংক্রান্ত ? – ইংরেজি সাহিত্যের ইতিহাস ।