Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7684
বাংলা সাহিত্যের প্রশ্ন :পার্ট ১
১.বাংলদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ১৯৫২ সালে
২.বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক কে?- সিরাজুল ইসলাম
৩.কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয়েছিল?- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৪.বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন?- ৩ ডিসেম্বর , ১৯৭০
৫.বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?- বর্ধমান হাউজ
৬.মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা – মোঃ বরকতউল্লা
৭.আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত গ্রন্থটি- সীরাত গ্রন্থ
৮.কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত- সমাজ ও সমাধান
৯.কোনটি হযরত মুহম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ-মরু ভাস্কর
১০.কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত ?- মানব মুকুট
১১.মানব মুকুট গ্রন্থটির রচয়িতা কে?- এয়াকুব আলী চৌধুরী
১২.বিশ্বনবী গ্রন্থটির রচয়িতা -গোলাম মোস্তফা
১৩.কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়?-ছোটগল্প ও উপন্যাস
১৪.কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?- কলকাতা কমলালয়
১৫. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?- ফুলমণি ও করুণার বিবরণ
১৬.বাংলা ভাষার প্রথমৈ ঔপন্যাসিক কে?-প্যারীচাঁদ মিত্র
১৭.বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-প্যারীচাঁদ মিত্র
১৮.বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?- আলালের ঘরের দুলাল
১৯.আলালের ঘরের দুলাল এর লেখক কে?- প্যারাচাঁদ মিত্র
২০.প্যারাচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি?-আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিলেন?-সমাজের রঙ্গরসাত্মক চিত্র
২১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?-স্বর্ণকুমারী দেবী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2565 Views
    by sajib
    0 Replies 
    2121 Views
    by kajol
    0 Replies 
    861 Views
    by shanta
    0 Replies 
    1445 Views
    by shanta
    0 Replies 
    1081 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]