Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7651
১.মেঘনাদবথ কাব্যের কবির নাম কী?-মাইকেল মধুসূদন দত্ত।
২. বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩.সংশপ্তক উপন্যাসের লেখক কে ?-শহীদুল্লাহ কায়সার।
৪. যতই পরিশ্রম করবে , ততই ফল পাবে-এটি কোন ধরনের বাক্য?-জটিল।
৫.কোনটি মানিক বদন্দ্যোপধ্যায়ের উপন্যাস নয়- তিতাস একটি নদীর নাম।
৬. বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকাটি ?-শিখা।
৭. শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?- উপন্যাস।
৮. কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?-ভাষা আন্দোলন।
৯. কিংবদন্তি শব্দটির অর্থ কী?- জনশ্রুতি।
১০. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা?-বাঁধনহারা।
১১.নিচের কোনটি শব্দের আগে বসে ?- উপসর্গ।
১২.উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?-৫ টি।
১৩.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?- মাইকেল মধুসূদন দত্ত।
১৪.কোন শব্দটি তৎসম শব্দ?-চন্দ্র।
১৫. কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়?-১৮০১।
১৬.রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি -অগ্নিবীণা ।
১৭.আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির কবি কে?- আবু জাফর ওবায়দুল্লাহ।
১৮.রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?-মুক্তিযুদ্ধ।
১৯. গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি? -অন্ধ অনুকরণ।
২০. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?- চর্যাপদ ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2659 Views
    by sajib
    0 Replies 
    2190 Views
    by kajol
    0 Replies 
    1499 Views
    by shanta
    0 Replies 
    2130 Views
    by kajol
    0 Replies 
    1472 Views
    by mousumi

    ১.সুষম খাদ্যের উপাদান -৬টি ;যথা –শর্করা , আম[…]

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]