Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7644
১. শূন্য নদীর তীরে অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় -কৃষক।
২. খরপরশা শব্দের অর্থ -ধারালো বর্শা ।
৩. শেষ লেখা রবীন্দ্রনাথের লেখা -কাব্যগ্রন্থ।
৪. কাজী নজরুল সৈনিক হিসেবে যোগদান করেন- ৪৯ নম্বর বাঙালি পল্টনে।
৫. বিদ্রোহী কবিতাটি যে কাব্যের অন্তর্ভুক্ত -অগ্নিবীণা।
৬. ধানখেত কাব্যগ্রন্থের কবি -জসীমউদ্দীন ।
৭. প্রতিদান কবিতাটি নেওয়া হয়েছে -বালুচর কাব্যগ্রন্থ থকে ।
৮. তাহারেই পড়ে মনে কবিতায় কুহেলি শব্দের অর্থ -কুয়াশা।
৯. কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন-বরিশালে।
১০.নগর জীবনের যন্ত্রণা , একাকিত্ব , পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি লক্ষণীয় -শামসুর রাহমানের কবিতায় ।
১১.ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটিতে জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়- দেশমাতৃকার প্রতি।
১২.আবু জাফর ওবায়দুল্লাহ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন- ১৯৭৯ সালে ।
১৩. কিংবদন্তি শব্দটির অর্থ -জনশ্রুতি ।
১৪. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা এটি একটি -কবিতা।
১৫. হেক্টরবধ বঙ্গানুবাদটি -মাইকেল মধুসূদন দত্তের ।
১৬. বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি দ্বিতীয় পঙক্তির চরণান্তের কারণে সমধিক পরিচিত -অমিত্রাক্ষর ছন্দ নামে ।
১৭. কবিতার কথা জসীমউদ্দীনের একটি-প্রবন্ধগ্রন্থ।
১৮. রূপসী বাংলার কবি- জীবনানন্দ দাশ।
১৯. ফররুখ আহমদের কাহিনীকাব্য-হাতেম তায়ী ।
২০. ফলায়েছে শব্দটির অর্থ-উৎপাদন করেছে ।
২১. সৈয়দ শামসুল হকের রচিত গণনায়ক একটি -কাব্যনাটক ।
২২. নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতায় কালঘুম শব্দের অর্থ -মৃত্যু ; চিরনিদ্রা ।
২৩. আপন যৌবন বৈরী কাব্যগ্রন্থের কবি -আবু হেনা মোস্তফা কামাল ।
২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় কবির বয়স যখন-১৫ বছর।
২৫. দেখে যেন মনে হয় চিনি উহারে যে কবিতার অংশ -সোনার তরী।
২৬. বিরাগী শব্দের অর্থ- নিস্পৃহ, উদাসীন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by tasnima
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    1372 Views
    by bdchakriDesk
    0 Replies 
    144 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]