Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7311
বাংলা প্রথম পত্র
গদ্যাংশ

১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস – কপালকুণ্ডলা।
২. ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি প্রথম প্রকাশিত হয় – ‘প্রচার’ প্রত্রিকায় ১৮৮৫ সালে।
৩. বঙ্কিমচন্দ্র যে ধরনের লেখা পরিহার করতে বলেন – অসত্য, নীতি নৈতিকতা বিরোধী।
৪. রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পটির নাম – মুসলমানীর গল্প।
৫. অনুপমের অভিভাবক হলো – তার মামা।
৬. অপরিচিতা গল্পে যে দ্বীপের উল্লেখ আছে – আন্দামান দ্বীপ।
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে – ১৯৩৬ সালে।
৮. ‘কন্যার পিতা মাত্রেই স্বীকার করবেন অনুপম সৎপাত্র।’ কেননা – অনুপম তামাক খান না।
৯. ভারতের আসাম রাজ্যে অবস্থিত প্রাচীন তীর্থস্থান – কামাখ্যা।
১০. ‘বইচি’ শব্দের অর্থ – কাঁটাযুক্ত ছোট গাছ ও তার ফল।
১১. রোকেয়া সাখাওয়াত কলকাতায় গমন করন – ১৯১০ সালে।
১২. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি রচিত হয় – ১৯৭২ সালে।
১৩. প্রচলিত সমাজব্যবস্থায় নারীদের জন্য বরাদ্দ – ঘর।
১৪. ‘আহ্বান’ গল্পের কথক – একজন স্কুল মাস্টার।
১৫. ‘দীর্ঘজীবী হও’ লেখককে একথা বলেন – গ্রামের চক্কোত্তি মশায়।
১৬. ‘অন্ধের নড়ি’ বাগধারাটির অর্থ – একমাত্র অবলম্বন।
১৭. ‘দ্যাও বাবা-তুমিও দ্যাও’ আহ্বান গল্পে উক্তিটি করেন – শুকুর মিয়া।

পদ্যাংশ
১৮. ‘নেহারি’ শব্দের অর্থ – প্রত্যেক্ষ করা।
১৯. সুফিয়া কামালের প্রথম কাব্যের নাম – সাঁঝের মায়া (১৯৩৮)।
২০. ‘ঋতুর রাজন’ বলতে বোঝানো হয়েছে – ঋতুরাজ বসন্তকে।
২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি – কথোপকথনধর্মী।
২২. ‘পদ্মা’ কবিতাটি সংকলিত হয়েছে – কাফেলা নামক কাব্যগ্রন্থে।
২৩. ‘হার্মাদ’ বলতে বোঝায় – পর্তুগিজ জলদস্যুদের।
২৪. কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন – ১৩ মে ১৯৪৭।
২৫. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়স’ শব্দটি ব্যবহৃত হয় – বারো বার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]