Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7102
বাংলা প্রথম পত্র (গদ্যাংশ)
১. ‘বুড়ির মাটি দেওয়ার তুমি কনে থেকে এলে’ উক্তিটি - শুকুর মিয়ার।
২. গোপাল যে গোয়ালিনীর কাছ থেকে দুধ নেয় - ঘাঁটি গোয়ালিনী।
৩. ‘মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম’ উক্তিটি - ‘আমার পথ’ রচনার।
৪. রাশিয়ায় ছিল জেনারেল উইনটার আমাদের - জেনারেল মনসুর।
৫. যে বিল দিয়ে দুই নৌকা বোঝাই করে মুক্তিবাহিনী এসেছিল - মিরপুরের বিল।
৬. ‘সাত তারা’ গ্রামের উল্লেখ রয়েচে যে রচনায় - চাষার দুক্ষু।
৭. ‘সরিষাভোর’ শব্দের অর্থ - স্বল্পপরিমাণ।
৮. রসনচৌকি বলতে বোঝায় - সানাই, ঢোল ও কাঁসি এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতানবাদন।
৯. কল্যাণীর বাবা বিয়ের আগে অনুপমকে আশির্বাদ করে যান - তিন দিন আগে।
১০. ‘ধান্য তার বসুন্ধরা যার’ উক্তিটি - রবীন্দ্রনাথের।
১১. কে বাইরে ভয় পায় - যার ভেতরে ভয়।
১২. মাসিপিসি কীসের উপোস করছে - শুক্লপক্ষের একাদশীয়।
১৩. রেণুর পুরো নাম - শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
১৪. ‘তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি’ উক্তিটি- কামালের।
১৫. বঙ্গবন্ধু জেলখানা থেকে কতটি চিঠি লিখেছিলেন- ৪টি।
১৬. কখন দেশের মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হয় - শাসকরা যখন শোষক হয় বা শোষকদের সাহায্য করতে শুরু করে।
১৭. কমলাকান্ত মার্জারকে যা করতে নিষেধ করেছে- কারো হাঁড়ি খেতে।
১৮. দেখ, আমি প্রাচীরে প্রাচীরে - করিয়া বেড়াই। এখানে যা করিয়া বেড়াই বলা হয়েছে- মেও মেও।
১৯. কমলাকান্তের জন্য রাখা দুধ যেমন ছিল - নির্জল।
২০. অনুপম নিতান্তই ভালো মানুষ যে কারণে - ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই বলে।
২১. ‘অপরিচিতা’ গল্পে পণ বিশেষ্যটির পূর্বে যে বিশেষণিটি বসেছে - ধনুক-ভাঙ্গা।
২২. ‘এন্ডি’ কাপড় যত বছর টিকে - ৪০ বছর।
২৩. দেশি শিল্পের বিলুপ্তির কারণ - সভ্যতার বিস্তার।
২৪. বুড়ি লেখকের জন্য যা বুনে রেখেছিল - খেজুর পাতার চাটাই।
২৫. গ্রামে এসে লেখকের ভালো লাগার কারণ ছিল - গ্রামের লোকদের আতিথেয়তা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1381 Views
    by mousumi
    0 Replies 
    995 Views
    by raihan
    0 Replies 
    1460 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1041 Views
    by tasnima
    0 Replies 
    1077 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]