Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#6589
১.আলাওল রচিত গ্রন্থ কোনটি?
-পদ্মাবতী
২.মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে?
-কবীন্দ্র পরমেশ্বর
৩.কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্বের অনুবাদ করেছিলেন?
-চারটি পর্বের।
৪.বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি?
-চৈতন্য জীবনী কাব্য
৫.কোনটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান?
-নবদ্বীপ।
৬.মিথিলার কবি কে?
-বিদ্যাপতি
৭.বাংলা ভাষায় লিখিত প্রথম জীবনী সাহিত্য কোনটি?
-শ্রী চৈতন্যভাগবত।
৮.শূন্যপুরাণ কার লেখা্?
-রামাই পন্ডিত
৯.নাথসাহিত্য মতে আদিনাথ কে?
-শিব
১০.জঙ্গনামা কাব্যটির রচয়িতা কে?
-মুহাম্মদ খান
১১.মালাধর বসুকে গুণরাজ খান উপাধি প্রদান করেন কে?
-শামসুদ্দীন ইউসুফ শাহ
১২.মনসামঙ্গলের আদি কবে কে?
-কানাহরি দত্ত
১৩.মনসাবিজয় কাব্যের রচয়িতা কে?
-বিপ্রদাস পিপলাই
১৪.চন্ডীমঙ্গলের আদি কবি কে?
-মানিক দত্ত
১৫.বাইশা কী?
-মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
১৬.দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?
-ময়মনসিংহ
১৭.সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত?
-দুটি
১৮.বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
-ভারতচন্দ্র
১৯.বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত?
-অন্নদামঙ্গল
২০.চন্ডীমঙ্গল কাব্য কার রচনা?
-মুকুন্দরাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    85 Views
    by shanta
    0 Replies 
    651 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]