Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#6555
১.কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে?
-চৈতন্য যুগে
২.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?
-বড়ু চন্ডীদাস
৩.শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
-১৯০৯ সালে
৪.ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত?
-১৪০০ খ্রি.
৫.পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
-ফকির গরীবুল্লাহ
৬.শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয় –
-বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রাম থেকে
৭.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয় –
-বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
৮.বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন?
-মৈথিলি
৯.কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন?
-বিদ্যাপতি
১০.বড়ু চন্ডীদাসের প্রকৃত নাম কী?
-অনন্ত
১১.বৈষ্ণব সাহিত্য কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
-রাধাকৃষ্ণের প্রেমলীলা
১২.বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত?
-ব্রজবুলি ভাষায়
১৩.বাঙালি না হয়েও এবং বাংলায় কোনো পদ রচনা না করেও কোন কবি বাঙালির মন জয় করেছিলেন?
-বিদ্যাপতি
১৪.সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই । কার রচনা?
-চন্ডীদাস।
১৫.বাংলাদেশে প্রচলিত বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত?
-ব্রজবুলি।
১৬.মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত –
-ভাবানুবাদ
১৭.কোন গ্রন্থ রচনার জন্য শামসুদ্দীন ইউসুফ শাহ মালাধর বসুকে ‘গুণরাজ খান’ উপাধি দেন?
-ভাগবত
১৮.মহাভারতের সার্থক অনুবাদক কে?
-কাশীরাম দাস
১৯.দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে সতীময়না ও লোরচন্দ্রানী রচনা করেন?
-হিন্দি কবি সাধনের মৈনাসত
২০.চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
-কৃষ্ণদাস কবিরাজ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    86 Views
    by shanta
    0 Replies 
    651 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]