Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#6511
১.বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?
-৬৫০-১২০০ সাল
২.বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
-চর্যাপদ
৩.চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে?
-মুনিদত্ত
৪.চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়?
-২৪ জন
৫.চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়?
-৯৫০-১২০০ সাল
৬.কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়?
-১৯০৭ সালে
৭.চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে?
-কাহ্ন পা
৮.চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
-৪৬ ১/২টি
৯.চর্যাপদের কত নম্বর পদটি টীকাকর কর্তৃক ব্যাখ্যাত হয়নি?
-১১ নং।
১০.চর্যাপদে মোট কয়টি পদ ছিল?
-৫১টি
১১.চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত?
-মাত্রাবৃত্ত
১২.কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
-১৯১৬ সালে।
১৩.বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?
-১২০১-১৮০০
১৪.মধ্যযুগের প্রথম বা আদি নিদর্শন কোনটি?
-শ্রীকৃষ্ণকীর্তন
১৫.কোন যুগকে প্রাক চৈতন্যযুগ হিসেবে অভিহিত করা হয়?
-চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে
১৬.বড়ু চন্ডীদাসের জন্মস্থান কোথায়?
-বীরভূম জেলার নানুর গ্রাম
১৭.চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
-বৌদ্ধধর্ম
১৮.কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কৃত হয়?
-১৩১৬ বঙ্গাব্দে
১৯.কৃষ্ণের স্বর্গীয় নাম কী?
-বিষ্ণু
২০.বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
-শ্রীকৃষ্ণকীর্তন
#7006
বিসিএস বাংলা সাহিত্যে পূর্ণাংগ প্রস্তুতির জন্য প্রশ্নগুলো খুবই সহায়ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    86 Views
    by shanta
    0 Replies 
    651 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]