Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#4732
১.মনসামঙ্গলের চরিত্র কোনটি?
-মনসা
২.লাউসেন ও হরিশ্চন্দ্র চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত?
-ধর্মমঙ্গল
৩.ঈশ্বরী পাটনী ও হীরামালিনী চরিত্রদ্বয় যে কাব্যের –
-অন্নদামঙ্গল
৪.বড়াই ও রাধা চরিত্রদ্বয়ের স্রষ্টা কে?
-চন্ডীদাস
৫.তোরাপ চরিত্রটি কোন নাটকের?
-নীলদর্পন
৬.কোনটি ছুটি গল্পের চরিত্র?
-ফটিক
৭.সূর্যমুখী চরিত্রটি কোন উপন্যাসের?
-বিষবৃক্ষ
৮.রহমত চরিত্রটি কোন গল্পের?
-কাবুলীওয়ালা
৯.আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র কোনটি?
-ঠকচাচা
১০.কাদম্বিনী চরিত্রটি কোন গল্পের?
-মেজদিদি
১১.তারাশঙ্কর এর কবি উপন্যাসের চরিত্র কোনটি?
-নিতাই
১২.ভিখু চরিত্রটি কার?
-মানিক বন্দোপাধ্যায়ের
১৩.শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৪.অপু চরিত্রটি কোন উপন্যাসের
-পথের পাচালি
১৫.বিনোদিনী কোন উপন্যাসের নায়িকা?
-চোখের বালি
১৬.রাজলক্ষী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক –
-শরৎচন্দ্র
১৭.তিতাস একটি নদীর নাম কী জাতীয় গ্রন্থ?
-স্মৃতিকথা
১৮.হুতোম প্যাচার নকশা কোন জাতীয় রচনা?
-রম্যরচনা
১৯.ব্যাথার দান নজরুলের একটি –
-গল্পগ্রন্থ
২০.লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের?
-ইরান
২১.রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী কী?
-নাটক
২২.শরৎচন্দ্রের মহেশ কোন জাতীয় রচনা?
-ছোটগল্প
২৩.অপরাজিত কোন শ্রেনীর রচনা?
-উপন্যাস
২৪.মেঘনাদবধ কাব্যের কাহিনীর উৎস কী?
-রামায়ণ
২৫.আবুল ফজলের কোন রচনাটি আত্মকাহিনীমূলক?
-রেখাচিত্র।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]