Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3586
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
*১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
*তিনি মূলত অপরাজেয় কথাশিল্পী নামে পরিচিত।
*১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ‘জগত্তারিনী’ পদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট উপাধি লাভ করেন।
*১৯৩৮ সালে ১৬ জানুয়ারী কলকাতায় মৃত্যুবরণ করেন।

বাংলা সাহিত্যে অবদান
গল্প: মন্দির: এটি তার প্রথম মুদ্রিত রচনা। প্রথম গল্প। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত।
বিলাসী: ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ‘ছবি” গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।
মহেশ
হরিলক্ষী
বিন্দুর ছেলে
অনুরাধা
অভাগীর স্বর্গ
স্বামী
কাশিনাথ
প্রবন্ধ: নারীর মূল্য।
নাটক: ষোড়শী
বিজয়া
রমা
উপন্যাস: উপন্যাসের একটি বিশেষ খ্যাতি অর্জন করেন।
বড়দিদি: এটি তার প্রথম উপন্যাস
শ্রীকান্ত: শ্রেষ্ঠ রচনা। ৪ খন্ডে প্রকাশিত। আত্মচরিত মূলক গ্রন্থ।
পথের দাবী:সরকার কর্তৃক বাজেয়াপ্ত।
গৃহদাহ: ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
দেবদাস
দত্তা
পল্লীসমাজ
দেনা-পাওনা
নববিধান
পরিনীতা
বিরাজ বৌ
চরিত্রহীন ইত্যাদি।
প্রশ্ন: ‘পথের পাচালী’ ও ‘পথের দাবি’ গ্রন্থগুলোর রচয়িতা কারা?
উ: পথের পাচালী: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
পথের দাবি: শরৎচন্দ্র চট্টোপাদ্যায়।
প্রশ্ন: ‘চন্দ্রনাথ’ ও ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’ গ্রন্থগুলোর রচয়িতা কারা?
-চন্দ্রদ্বীপের উপাখ্যান: আবদুল গাফফার চৌধুরী।
চন্দ্রনাথ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? (পরিবার কল্যান কর্মকর্তা:০৯)
-দেবানন্দপুর গ্রাম
২.কত খ্রিষ্ট্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন? (২৭ তম বিসিএস)
-১৯২৩ সালে
৩.সাহিত্যে বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রী প্রদান করা হয়? (বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট: ০৭)
-ঢাকা বিশ্ববিদ্যালয়
৪.কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট ডিগ্রী প্রদান করা হয়? (সহকারী শ্রম পরিচালক:০৩)
-১৯৩৬ সালে
৫.শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? (সহকারী জজ নিয়োগ পরীক্ষা:০৮)
-বড়দিদি
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:০৭)
-শ্রীকান্ত
৭.কোনটি সঠিক? (২২ তম বিসিএস)
-পথের দাবী (উপন্যাস)
৮.পথের দাবী উপন্যাসের রচয়িতা কে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী পরিচালক:০৭)
-. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯.’পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি –
-উপন্যাস
১০.শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল – (২৪ তম বিসিএস)
-পথের দাবী
১১.’গৃহদাহ’ উপন্যাসের লেখক হলেন – (আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ:০০)
-. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২.পল্লিসমাজ উপন্যাসের রচয়িতা কে?
-. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
-গৃহদাহ
১৪.’বৈকুন্ডের উইল’ কার রচনা? (বাংলাদেশ টেলিভিশনের রিসার্চ অফিসার: ০৬)
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫.কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? (আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ:০০)
-মৃত্যু ক্ষুধা
১৬.কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র রচিত নয়? (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক:০৪)
-চোখের বালি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]