- Fri Oct 02, 2020 11:22 am#3547
শামসুর রহমান
*১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।
*বাংলাদেশের সমকালের কবিগণের মধ্যে শ্রেষ্ঠ।
*মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন।
*২০০৬ সালে ১৭ আগষ্ট পরোলকগমন করেন।
বাংলা সাহিত্যে অবদান
কাব্যগ্রন্থ – রৌদ্র করোটিতে
প্রতিদিন ঘরহীন ঘরে
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
বাংলাদেশ স্বপ্ন দেখে
নিরালোক দিব্যরথ
বিধ্বস্ত নীলিমা
বন্দী শিবির থেকে
উদ্ভট উটের পিছে চলছে স্বদেশ
কবিতা: স্বাধীনতা তুমি
পশুশ্রম
তুমি আসবে বলে হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
উপন্যাস: অক্টোপাস
আত্মস্মৃতি – স্মৃতি শহর
কালের ধুলোয় লেখা
শিশুতোষ: এলাটিং বেলাটিং
ধান ভানলে কুঁড়ো দিবো
মনে রাখা ভাল
প্রশ্ন: ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘অরণ্যে নীলিমা’ গ্রন্থগুলোর রচয়িতা কারা?
-বিধ্বস্ত নীলিমা (কাব্যগ্রন্থ): শামসুর রহমান।
অরণ্যে নীলিমা (উপন্যাস): আহসান হাবীব।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? (সহকারী থানা পরিবার পরিকল্পনা অফিসার: ৯৮)
-ঢাকা জেলায়
২.কোনটি শামসুর রহমানের রচনা? (২০ তম বিসিএস)
-নিরালোকে দিব্যরথ
৩.শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? (উপজেলা নির্বাচন অফিসার:০৮)
-প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
৪.শামসুর রহমানের কবিতা বইয়ের নাম – (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক:৯৯)
-প্রতিদিন ঘরহীন ঘরে
৫.’প্রতিদিন ঘরহীন ঘরে’ কব্যগ্রন্থের রচয়িতা – (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রসাসনিক কর্মকর্তা: ০১)
-শামসুর রহমান
৬.শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ – (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক:০১)
-বিধ্বস্ত নীলিমা
৭.Which of the following is a book by poet Shamsher Rahman? (স্ট্যান্ডার্ড ব্যাংক অফিসার: ০৬)
-Bondi Shibir Theke
৮.’স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন? (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট রেজিষ্ট্রার: ৯৪)
-শামসুর রহমান
৯.’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা? (কর্মসংস্থান ব্যংক অ্যাসিসটেন্ট অফিসার: ০১)
-শামসুর রহমান
১০.এলাটিং বেলাটিং ও ধান ভনলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? (প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক: ০১)
-শামসুর রহমান
১১.শামসুর রহমানের আত্মজীবনী – (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৯)
-কালের ধুলোয় লেখা
*১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।
*বাংলাদেশের সমকালের কবিগণের মধ্যে শ্রেষ্ঠ।
*মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন।
*২০০৬ সালে ১৭ আগষ্ট পরোলকগমন করেন।
বাংলা সাহিত্যে অবদান
কাব্যগ্রন্থ – রৌদ্র করোটিতে
প্রতিদিন ঘরহীন ঘরে
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
বাংলাদেশ স্বপ্ন দেখে
নিরালোক দিব্যরথ
বিধ্বস্ত নীলিমা
বন্দী শিবির থেকে
উদ্ভট উটের পিছে চলছে স্বদেশ
কবিতা: স্বাধীনতা তুমি
পশুশ্রম
তুমি আসবে বলে হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
উপন্যাস: অক্টোপাস
আত্মস্মৃতি – স্মৃতি শহর
কালের ধুলোয় লেখা
শিশুতোষ: এলাটিং বেলাটিং
ধান ভানলে কুঁড়ো দিবো
মনে রাখা ভাল
প্রশ্ন: ‘বিধ্বস্ত নীলিমা’ ও ‘অরণ্যে নীলিমা’ গ্রন্থগুলোর রচয়িতা কারা?
-বিধ্বস্ত নীলিমা (কাব্যগ্রন্থ): শামসুর রহমান।
অরণ্যে নীলিমা (উপন্যাস): আহসান হাবীব।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? (সহকারী থানা পরিবার পরিকল্পনা অফিসার: ৯৮)
-ঢাকা জেলায়
২.কোনটি শামসুর রহমানের রচনা? (২০ তম বিসিএস)
-নিরালোকে দিব্যরথ
৩.শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? (উপজেলা নির্বাচন অফিসার:০৮)
-প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
৪.শামসুর রহমানের কবিতা বইয়ের নাম – (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক:৯৯)
-প্রতিদিন ঘরহীন ঘরে
৫.’প্রতিদিন ঘরহীন ঘরে’ কব্যগ্রন্থের রচয়িতা – (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রসাসনিক কর্মকর্তা: ০১)
-শামসুর রহমান
৬.শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ – (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক:০১)
-বিধ্বস্ত নীলিমা
৭.Which of the following is a book by poet Shamsher Rahman? (স্ট্যান্ডার্ড ব্যাংক অফিসার: ০৬)
-Bondi Shibir Theke
৮.’স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন? (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট রেজিষ্ট্রার: ৯৪)
-শামসুর রহমান
৯.’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা? (কর্মসংস্থান ব্যংক অ্যাসিসটেন্ট অফিসার: ০১)
-শামসুর রহমান
১০.এলাটিং বেলাটিং ও ধান ভনলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? (প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক: ০১)
-শামসুর রহমান
১১.শামসুর রহমানের আত্মজীবনী – (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৯)
-কালের ধুলোয় লেখা