Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3536
দীনবন্ধু মিত্র
*১৮৩০ সালে নদীয়ার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
*১৮৭৩ সালের ১ নভেম্বর মৃত্যুবরণ করেন।
নাটক: নীল দর্পণ: নাটকটি ১৮৬০ সালে ঢাকার বাংলা প্রেস প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত বাংলার প্রথম গ্রন্থ। নাটকটির কাহিনী মেহেরপুর অঞ্চলের এবং নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র এতে অঙ্কিত হয়েছে। মাইকেল মধূসুদন দত্ত নাটকটির ইংরেজি অনুবাদ করে নাম দেন ‘Nill Darpan’ or ‘The Indigo planting Mirror’ । এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ঢাকাত্ এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন।
*নবীন তপস্বিনী।
*লীলাবতী।
*কমলে কামিনী।
প্রহসন: সধবার একাদশী: উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যা বৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত।
*জামাই বারিক।
*বিয়ে পাগলা বুড়ো।
মনে রাখা ভাল
প্রশ্ন: ‘নীল দংশন’, ‘নীল দর্পন’, এবং ‘নীললোহিত’ গ্রন্থগুলোর রচয়িতা কারা?
-নীল দর্পন (নাটক) – দীন বন্ধু মিত্র
নীল দংশন (উপন্যাস) – সৈয়দ শামসুল হক
নীল লোহিত (গল্প) – প্রমথ চৌধুরী

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? (১৬ তম বিসিএস)
-নীলদর্পন
২.’নীল দর্পণ’ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল? (প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার: ০৪)
-ঢাকা
৩.নীল দর্পন প্রথম মঞ্চস্থ হয় – (ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা:০২-০৩)
-ঢাকা
৪.’নীলদর্পণ’ কোন ধরণের রচনা? (মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে উপজেলা মহিলা কর্মকর্তা: ০৫)
-নাটক
৫.’নীল দর্পণ’ নাটকটি কার লেখা? (রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসার: ৯০)
-দীনবন্ধু মিত্র
৬.বিখ্যাত ‘নীলদর্পণ’ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০২-০৩)
-ইন্ডিগো প্লান্টিং মিরর
৭.দীনবন্ধু মিত্রের কোন নাটক দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন? (শ্রম ও কর্সংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক: ০৩)
-নীল দর্পণ
৮.বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন –(সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৯)
-দীনবন্ধু মিত্র
৯.লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক?
-নাাটক, দীনবন্ধু মিত্র
১০.নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র? (পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষক:০২)
-নবীন তপস্বিনী
১১.কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? (২৬ তম বিসিএস)
-কমলে কামিনী
১২.দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? (২৮ তম বিসিএস)
-বিয়ে পাগলা বুড়ো
১৩.সামাজিক নাটক কোনটি? (মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে উপজেলা মহিলা কর্মকর্তা: ০৫)
-সধবার একাদশী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]