Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3512
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মোদিনীপুর জেলার বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেব। তার পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়। ‘বিদ্যাসাগর’ ছিল তার উপাধি। ১৮৪০ সালে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।কলেজের বাংলা বিভাগের প্রধান পন্ডিত হিসেবে কর্মজীবনের আরম্ভ করেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। কলকাতয় নারী শিক্ষামন্দির ‘বেথুন কলেজ’ তার সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন পাস হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। ১৮৯১ সালের ২৯ জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয়।
বাংলা সাহিত্যে অবদান
অনুবাদ গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭): প্রথম মুদ্রিত গ্রন্থ। হিন্দি ‘বৈতাল পৈচ্চিসি’ র অনুবাদ। ঈশ্বরচন্দ্র ছিলেন বাংলা সাহিত্যে বিরাম বা যতিচিহ্ন সফল প্রয়োগ করেন। যতি চিহ্ন ব্যবহার পূর্বক এ গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়।
ভ্রান্তিবিলাস: শেক্সপিয়রের ‘Comedy of Errors’ এর বাংলা রূপ।
সীতার বনবাস: বাল্মীকির রামায়ন অবলম্বনে রচিত।
শকুন্তলা: কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ এর অনুবাদ।
মৌলিক: প্রভাবতী সম্ভাষণ: বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থ। একটি শোকগাথা।
বিদ্যাসাগর চরিত: বাংলা গদ্যে প্রথম আত্মরচিত।
আবার অতি অল্প হইল।
অতি অল্প হইল।
ব্রজবিলাস
বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব।
বহু রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার।
পাঠ্যবই: বর্ণপরিচয় (১৮৫৫): ক্লাসিকের মর্যাদা লাভ করে।
কথামালা।
বোধোদয়।
আখ্যানমঞ্জরী।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন – (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার:৯৩)
-১৮২০ সালে
২.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম – (জনশক্তি, কর্সংস্থান ব্যুরোর উপসহকারী পরিচালক:০১)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩.ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? (সহকারী জজ নিয়োগ পরীক্ষা:০৮)
-সংস্কৃত কলেজ
৪.হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক – (গৃহায়ন মন্ত্রণালয়ের পরিচালক:৯৯)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫.বিধবাবিবাহ রহিত করণে কে কলমযুদ্ধ করেন – (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক:০৯)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬.বাংলা গদ্যের জনক বলা হয় – (রাজশাহী বিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৫)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
৭.বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন ব্যবহারে কৃতিত্ত্ব কার? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০০)
-বিদ্যাসাগরের
৮.বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সালে শুরূ হয়? (কর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক:০৭)
-১৮৪৭
৯.কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
-বেতাল পঞ্চবিংশতি
১০.কোনটি বিদ্যাসাগরের রচনা? (সংস্থাপন মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা:০৭)
-বেতাল পঞ্চবিংশতি
১১.ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা? (সাব রেজিস্ট্রার:০১)
-প্রভাবতী সম্ভাষণ
১২.প্রভাবতী সম্ভাষণ কার রচনা? (২১ তম বিসিএস)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৩.বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? (২৩ তম বিসিএস)
-কমেডি অব এররস
১৪.শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন – (পিএসসি নির্ধারিত ১২ টি পদ:০১)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫.১৮৫৫ সালে বিধ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? (পিএসসির সহকারী পরিচালক:৯৮)
-বর্ণপরিচয়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    210 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]