Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#3484
নাটকের জন্য সূত্র
”প্রায় প্রতিদিনই রাজা দেশের অচল ডাকঘরে- রক্ত বিসর্জন দিয়ে যাত্রাবাড়ীর রানীকে চিঠি লিখতো”
১. প্রায়- ’প্রায়শ্চিত্ত’
২. রাজা- ’রাজা ও রানী’
৩. দেশের- ‘তাসের দেশ’
৪.অচল- ‘অচলায়তন’
৫. ডাকঘরে- ‘ডাকঘর’
৬. রক্ত- ‘রক্ত করবী’
৭. বিসর্জন- ‘বিসর্জন’
৮. যাত্রাবাড়ীর - ’কালের যাত্রা’

ছোট গল্প সহজে মনে রাখার উপায়
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হেমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
১. পোস্টমাস্টার
২. কাবুলিওয়ালা
৩. দেনা পাওনা
৪. কর্মফল
৫. হেমন্তি
৬. দিদি
৭. পত্র রক্ষা

প্রেমের গল্প সহজে মনে রাখার উপায়
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
১. দূর আশা
২. দৃষ্টিদান
৩. ল্যাবরেটরী
৪. অধ্যাপক
৫. নষ্টনীড়
৬. শেষ রাত্রি
৭. সমাপ্তি
৮.স্ত্রীর পত্র
৯. একরাত্রি
উপন্যাস
গোরা আর মালঞ্চ যোগাযোগ করে লাইব্রেরি থেকে করুণা করে চোখের বালি বইটি এনেছিল। কিন্তু ঘরে বাইরে বসে পড়েও চার অধ্যায় শেষ করতে পারেনি। কারন এ দুই বোন শেষের কবিতার মতো না। তাই রাজর্ষি বৌ ঠাকুরানী চতুরঙ্গ করে নৌকা ডুবিয়ে দির।
গোরা- রাজনৈতিক মালঞ্চ করুণা- অসামাপ্ত যোগাযোগ চোখের বালি ঘরে বাইরে- ব্রিটিশ ভারতের রাজনীতি মূর উপজীব্য। চার অধ্যায় দুই বোন শেষের কবিতার রাজর্ষি বৌ ঠাকুরানীর হাট- ১ম প্রকাশিত চতুরঙ্গ নৌকাডুবি
প্রবন্ধ
কারান্তরের পঞ্চভূত এখন মানুষের ধর্ম। তাই সভ্যাতার সংকটে পড়েছে স্বদেশ।
কালান্তরের পঞ্চভূত মানুষের ধর্ম সভ্যতার সংকট স্বদেশ
কাব্য
জন্মদিনের চৈতালি প্রভাতে কড়ি ও কোমর উৎসর্গ করে খেয়া পার হয়ে মানসী, চিত্রা ও পূরবী হিন্দুমেলায় গিয়ে বলাকা সিনেমা হলে “মায়ার খেলা” ও “বনফুল” ছবি দেখল। বিচিত্র কল্পনায় ক্ষনিকের জন্য শ্যামলী, মহুয়া ও পলাতকা, সোনা-ভান নবজাতকের আরোগ্য লাভের জন্য শেষ সংগীত গেয়ে পুনশ্চ তার রোগশয্যায় সন্ধায় প্রদীপ জ্বালালো। জন্মদিনে চৈতালি প্রভাত সংগীত - নিঝরের স্বপ্নভঙ্গ কড়ি ও কোমল উৎসর্গ খেয়া- জগদীদশচন্দ্র বসুকে উৎসর্গ মানসী চিত্রা- ১৪০০সাল পূরবী- ভিক্টোরিয়ার ও কাম্পোকে উৎসর্গ হিন্দুমেলার উপহার বলাকা- সবুজের অভিযান, সাজাহান, ছবি মায়ার খেলা বনফুল- ১ম লেখা (১৫বছর)। ১ম প্রকাশিত “কবি-কাহিনী’। বিচিত্রিতা কল্পনা ক্ষণিকা শ্যামলী মহুয়া পলাতকা সোনার তরী ভানুসিংহ ঠাকুরের পদাবলী- ব্রজবুলি ভাষায় রচিত নবজাতক আরোগ্য শেষলেখা গীতাঞ্জলী গীবিতান গীতালী পুনশ্চ রোগশয্যা সন্ধ্যা সংগীত
শেষের কাব্য
নবজাতক সানাই বাজিয়ে রোগশয্যায় পড়লো। আরোগ্য লাভ করে জন্মদিনে শেষলেখা লিখল।
নবজাতক সানাই রোগশয্যা আরোগ্য জন্মদিনে শেষলেখা

নাটক
রক্তকরবীকে বিসর্জন দিয়ে মুক্তধারায় রাজা অচলায়তনে চিরকুমার সভা ডাকেরেন।
প্রায়শ্চিত্তের ডাকঘরে জমলো বসন্ত কিন্তু তাসের দেশের চিত্রাঙ্গদা বৈকুণ্ঠের খাতার মতো চন্ডালিকা।

রক্তকরবী বিসর্জন মুক্তধারা রাজা রাজা ও রানী অচলায়তন চিরকুমার সভা- প্রহসন প্রায়শ্চিত্ত ডাকঘর বসন্ত তাসের দেশে চিত্রাঙ্গদা বৈকুণ্ঠের খাতা- প্রহসন চন্ডালিকা

রবীন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাস মনে রাখার গল্প
রবীন্দ্রনাথের চার অধ্যায়ে রচিত শেষের কবিতা উপন্যাসে দুই বোন রাজর্ষি ও মালঞ্চ ঘরের বাইরে বৌঠাকুরাণীর হাটে চোখেরৈ বালি(শত্রু) গোরার সাথে যোগাযোগ করতে গিয়ে নৌকাডুবিতে চুতুরঙ্গ (মারা)গের।

রবীন্দ্রনাথের উপন্যাস
চার অধ্যায়, শেষের কবিতা, দুই বোন, রাজর্ষি, মালঞ্চ, ঘরে বাইরে, বৌঠাকুরাণীর হাট, চোখের বিালি, গোরা, যোগাযোগ, নৌকাডুবি ও চতুরঙ্গ।

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]