Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2947
১। শওকত ওসমানের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ জননী।
২। 'কাশবনের কন্যা' কার লেখা?
উঃ শামসুদ্দীন আবুল কালাম।
৩। সূর্য দীঘল বাড়ি কোন ধরনের উপন্যাস?
উঃ সামাজিক উপন্যাস।
৪। 'জোঁক' গল্পের রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।
৫। 'ছায়া হরিণ' কার লেখা?
উঃ আহসান হাবীব।
৬। কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
উঃ ১৯৪৭
৭। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি ছিল?
উঃ পানি পথের ৩য় যুদ্ধ।
৮। 'মীর মানস' প্রবন্ধটি কার লেখা?
উঃ মুনীর চৌধুরী।
৯। 'মেঘ বলে চৈত্রে যাব' কার লেখা?
উঃ আহসান হাবীব
১০। পদ্মার পলিদ্বীপ ' কার রচনা?
উঃ আবু ইসহাক।
১১। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে?
উঃ ১৯৫৫
১২। 'দুই হৃদয়ের তীরে' কার লেখা?
উঃ শামসুদ্দীন আবুল কালাম।
১৩। 'মহাপতঙ্গ' কার লেখা?
উঃ আবু ইসহাক।
১৪। 'মায়া কাজল' কার লেখা?
উঃ সুফিয়া কামাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4380 Views
    by romen
    0 Replies 
    3577 Views
    by shanta
    0 Replies 
    1653 Views
    by raihan
    0 Replies 
    1417 Views
    by rana
    0 Replies 
    1465 Views
    by rana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]