Page 1 of 1

বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Posted: Wed Jul 15, 2020 10:29 am
by shohag
১। শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২। তোরাপ চরিত্রটি কোন নাটকের—
- নীলদর্পণ
৩। অপু চরিত্রটি কোন উপন্যাসের —
- পথের পাঁচালী
৪। কপিলা চরিত্র টি কোন উপন্যাসের?
- পদ্মা নদীর মাঝি
৫। বিনোদিনী কোন উপন্যাসের নায়িকা?
- চোখের বালি
৬। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা —
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭। প্রথম ঐতিহাসিক ট্রাজেডি মুলক নাটক কোনটি?
- কৃষ্ণকুমারী
৮। অক্ষয়কুমার দত্তের চারুপাঠ কোন শ্রেণীর রচনা?
- শিশুপাঠ্য
৯। তিতাস একটি নদীর নাম।— কি জাতীয় গ্রন্থ?
- উপন্যাস
১০। আবুল ফজলের কোন রচনাটি আত্মকাহিনী মূলক?
- রেখাচিত্র
১১। রাজবন্দীর রোজনামচা কি জাতীয় গ্রন্থ?
- স্মৃতিকথা
১২। চোখের বালি উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
- দ্বন্দ্বমূলক
১৩। হুতুম প্যাঁচার নকশা কোন জাতীয় রচনা?
- রম্য রচনা
১৪। ব্যথার দান নজরুলের একটি
- গদ্যকাব্য
১৫। কুচবরণ কন্যা বন্দে আলী মিয়া রচিত
- শিশুতোষ গ্রন্থ
১৬। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি?
- তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১৭। ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য— জীবনানুভূতির গভীরতায়
১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে
- ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
১৯। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে —
- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
২০। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য
রাইসুল ইসলাম হৃদয়
- সাত সাগরের মাঝি
২১। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য
- জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
২২। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি
- উপন্যাস
২৩। অপরাজিতা কোন শ্রেণীর রচনা
- উপন্যাস
২৪। শরৎচন্দ্রের মহেশ কোন ধরনের রচনা?
- ছোটগল্প
২৫। বন্দীর বন্দনা গ্রন্থটির প্রকৃতি কি
- কাব্য
২৬। সারেং বউ গ্রন্থটির মূল উপজীব্য বিষয় কি?
- দরিদ্র গ্রামীণ জীবন
২৭। কাশবনের কন্যা উপন্যাসের কেন্দ্রীয় পটভূমি কি?
- জেলে ও বেদেদের জীবন কাহিনী
২৮। সংশপ্তক উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
- নগর ও গ্রামীণ জীবন
২৯। বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত
- কারবালার যুদ্ধ
৩০। রাখালী একটি —
- কাব্যগ্রন্থ
৩১। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী কি?
- নাটক
৩২। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কাহিনীর উৎস কি?
- রামায়ণ
৩৩। লাইলী মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের?
- ইরান
৩৪। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন?
- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
৩৫। কাজী নজরুল ইসলামের বুলবুল কি ধরনের গ্রন্থ?
- গানের বই
৩৬। লাউসেন ও হরিশচন্দ্র চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত
- ধর্মমঙ্গল
৩৭। ঈশ্বরী পাটনী ও হিরামালিনী চরিত্র কোন কাব্যের?
- অন্নদামঙ্গল
৩৮। গয়া কোন গল্পের চরিত্র?
- মামলার ফল
৩৯। সূর্যমুখী চরিত্রটি কোন উপন্যাসের
- বিষবৃক্ষ
৪০। রহমত চরিত্রটি কোন গল্পের?
- কাবুলিওয়ালা
৪১। ছুটি গল্পের চরিত্র কোনটি?
- ফটিক
৪২। নিতাই চরিত্রটি কার?
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত "প্রাগৈতিহাসিক" ছোটগল্পের
৪৩। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটির কেন্দ্রীয় চরিত্র
- রাইচরণ
৪৪। আত্মজা ও একটি করবী গাছ গল্প গ্রন্থটির কেন্দ্রীয় চরিত্র?
- ফেকু
৪৫। পোস্টমাস্টার গল্পের নারী চরিত্র—
- রতন
৪৬। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না কার লেখা
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৭। রৈবতক ছদ্মনামে লিখতেন
- অজিত বসু
৪৮। দেবেন্দ্রনাথ ঠাকুর কে মহর্ষি উপাধি দেন
- ব্রাহ্মসমাজ
৪৯। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?
- ব্রজবিলাস
৫০। প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন?
- সমাজ রীতিনীতি কে ব্যঙ্গ করার কারণে

সংগৃহীত