Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2738
ভাষা আন্দোলনভিত্তিক রচনা
......................
১.“কবর”=নাটক=১৯৬৬=মুনীর চৌধুরী।
২.“আরেক ফাল্গুন”=উপন্যাস=১৩৭৫/১৯৬৮=জহির রায়হান।
৩.“নিরন্তর ঘণ্টাধ্বনি=উপন্যাস=১৯৮৭=সেলিনা হোসেন।
৪.“আর্তনাদ”=উপন্যাস=১৯৮৫=শওকত ওসমান।
৫.“একুশে ফেব্রুয়ারি”=সম্পাদিত গ্রন্থ=১৯৫৩=হাসান হাফিজুর রহমান।
৬.“একুশের গল্প”=গল্প=জহির রায়হান।
৭.“দৃষ্টি”=গল্প=ড.আনিসৃজ্জামান।
৮.“আরো একজন”=গল্প=সৈয়দ শামসুল হক।
৯.“কাঁদিতে আসিনি,ফাঁসির দাবি নিয়ে এসেছি”=কবিতা=১৯৫২=মাহবুব উল আলম চৌধুরী।

মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু গ্রন্থ:

=> মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ <=
একাত্তরের বিজয় গাঁথা (প্রবন্ধ) - মেজর রফিকুল ইসলাম
একাত্তরের ঢাকা (প্রবন্ধ) - সেলিনা হোসেন
একাত্তরের নিশান (প্রবন্ধ) - রাবেয়া খাতুন
একাত্তরের দিনগুলি (স্মৃতি কথা) - জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরি (স্মৃতিকথা) - সুফিয়া কামাল
একাত্তরের চিঠি (পত্র সংকলন) - গ্রামীণফোন ও প্রথম আলো

****নাটক***
১/ সৈয়দ শামসুল হক --- পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম নাটক।
২/ সৈয়দ ওয়ালিউল্লাহ ---- তরঙ্গভঙ্গ।
৩) মমতাজ উদ্দীন আহম্মদ --- কি চাহ শঙ্খচিল,বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা,স্বাধীনতা আমার স্বাধীনতা।
৪) আলাউদ্দীন আল আজাদ --- নরকের লাল গোলাপ।
৫)নীলিমা ইব্রাহিম --- যে অরন্যে আলো নেই।
.
উপন্যাসঃ
১) আনোয়ার পাশা --- রাইফেল রোটি আওরাত।মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস।
২) সৈয়দ শামসুল হক --- নিষিদ্ধ লোবান,নীলদংশন।
৩) শওকত ওসমান --- দুই সৈনিক, নেকড়ে অরণ্য,জাহান্নাম হতে বিদায়, জলাঙ্গী,কৃতদাসের হাসি,পিতল পিঞ্জর।
৪) শওকত আলি --- যাত্রা।
৫) হুমায়ুন আহম্মেদ --- শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প,১৯৭১,আগুনের পরশমণি, নির্বাশন।
৬) আল মাহমুদ --- উপমহাদেশ।
৭) আবু জাফর শামসুদ্দীন --- দেয়াল।
৮) রশীদ হায়দার --- খাচায়।
৯) সরদার জয়েন উদ্দীন --- বিদ্ধস্ত রোদের ঢেউ।
১০)সেলিনা হোসেন --- হাঙর নদী গ্রেনেড,যুদ্ধ।
১১)ইমদাদুল হক মিলন --- কালো ঘোড়া।
১২) রাকেয়া খাতুন --- ফেরারী সূর্য।
১৩) তাহমিনা আলম --- এ গোল্ডেন এজ।
১৪) মোঃ জাফর ইকবাল --- আমার বন্ধু রাশেদ। (মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস।
১৫) তারাশংকর বন্দোপাধ্যায় --- একটি কারো মেয়ের কথা।
১৬) সুনিল গঙ্গোপাধ্যয় ---- পূর্ব পশ্চিম।
প্রবন্ধঃ
১)মেজর আঃ জলিল --- A search for Identity.
২) মেজর জেনারেল সুখান্ত সিং --- The Liberation Of Bangladesh.
৩) ডঃ নীলিমা ইব্রাহিম --- আমি বিরাঙ্গনা বলছি।
৪) সেলিনা হোসেন --- একাত্তরের ঢাকা।
৫) রাবেয়া খাতুন --- একাত্তরের নিশান।
৬) আলাউদ্দিন আল আজাদ --- ফেরারী ডায়েরি।
স্মৃতিকথাঃ
১) এম আর আকতার মুকুল --- আমি বিজয় দেখেছি।
২) জাহানারা ইমাম --- একাত্তরের দিনগুলি।
৩) সুফিয়া কামাল --- একাত্তরের ডায়েরী।
সম্পাদিত গ্রন্থঃ
১) হাসান হাফিজুর রহমান ---- মুক্তিযুদ্ধের ইতিহাস (দলিলপত্র)।
২) শামসুর রাহমান ---- বাংলাদেশ কথা কয়।
৩) রফিকুল ইসলাম (বীর উত্তম) --- লক্ষ প্রানের বিনিময়ে,একাত্তরের বিজয় গাথা,শেষ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম,মুক্তিযুদ্ধ ও বুদ্দিজীবী,মুক্তিযুদ্ধের ইতিহাস,প্রতিরোদের প্রথম প্রহর।
গল্পঃ
১) শওকত ওসমান --- জন্ম যদি তব বঙ্গে।
২) রাবেয়া খাতুন ---- মুক্তিযুদ্ধের গল্প।
কবিতাঃ
১)শামসুর রাহমান --- স্বাধীনতা তুমি।
২) আ্যালেন গিনসবার্গ (USA)--- সেপ্টেম্বর অন যশোর রোড।
পত্র সংকলনঃ
১) একাত্তরের চিঠিঃ গ্রামীন ফোন ও প্রথম আলো।৮২ টি পত্র।২৭ মার্চ ২০০৯।
অন্যান্য গ্রন্থঃ
১) এন্থনি মাসকারেনহাস --- বাংলাদেশ রক্তের ঋন, দ্যা রেপ অব বাংলাদেশ।
২) আব্দুল গফফার চৌধুরী --- ইতিহাসের রক্ত পলাশ।
৩) এম আর আক্তার মুকুল --- ওরা চারজন।
++
#মুক্তিযুদ্ধোত্তর পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র চলচ্চিত্র – পরিচালক

ওরা ১১ জন (১৯৭২) – চাষী নজরুল ইসলাম
রক্তাক্ত বাংলা (১৯৭২) – মমতাজ আলী
বাঘাবাঙালী (১৯৭২) – আনন্দ
অরুনদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২) – সুভাষ দত্ত
আবার তোরা মানুষ হ (১৯৭৩) – খান আতাউর রহমান
ধীরে বহে মেঘনা (১৯৭৪) – নারায়ন ঘোষ মিতা
কলমিলতা (১৯৭৪) – শহীদুল হক খান
মেঘের অনেক রং (১৯৭৬) – হারুনুর রশিদ
কার হাসি কে হাসে (১৯৭৪) – আনন্দ
সংগ্রাম (১৯৭৪) – চাষী নজরুল ইসলাম
আমার জন্মভূমি (১৯৭৩) – হারুনুর রশিদ
বাংলার ২৪ বছর (১৯৭৪) – মোহাম্মদ আলী
চিৎকার (১৯৮২) – মতিন রহমান
আগুনের পরশমনি (১৯৯৫) – ঞুমায়ন আহমেদ
রূপালী সৈকত (১৯৭৯) – আলমগীর কবীর
ইতিহাস কন্যা (১৯৯৯) – শামীম আখতার
এখনও অনেক রাত (১৯৯৭) – খান আতাউর রহমান
বাধন হারা (১৯৮১) – এ জে মিন্টু
হাঙর নদী গ্রেনেড (১৯৯৭) – চাষী নজরুল ইসলাম
+++
#মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র চলচ্চিত্র – পরিচালক

একাত্তরের যীশু – নাসির উদ্দিন ইউসুফ
নদীর নাম মধুমতি – তানভীর মোকাম্মেল
হুলিয়া – তানভীর মোকাম্মেল
প্রত্যাবর্তন – মোস্তফা কামাল
পতাকা – এনায়েত কামাল
আগামী – মোরশেদুল ইসলাম
দুরন্ত – খান আখতার হোসেন
একজন মুক্তিযোদ্ধা – দিলদার হোসেন
নীলদংশন – সুমন আহাম্মেদ
বখাটে – হাসিবুল ইসলাম হাবিব
ভুলবো না – হারুনুর রশীদ
শরৎ একাত্তর – মোরশেদুল ইসলাম

#মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র চলচ্চিত্র – পরিচালক

Stop Genocide (১৯৭১) – জহির রায়হান
A state is Born (১৯৭১) – জহির রায়হান
Astate in Born (১৯৭১) – জহির রায়হান
Liberation fighters (১৯৭১) – বাবুল চৌধুরী
মুক্তির গান (বাংলা) (১৯৯৫) – তারেক মাসুদ ও ক্যথরিন মাসুদ
মুক্তির কথা (১৯৯৫) – তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
স্মৃতি ৭১(১৯৯৫) – তানভীর মোকাম্মেল
ডেটলাইন বাংলাদেশ (১৯৭১) – গীতা মেহতা

#মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ
গ্রন্থের নাম – রচয়িতা

বাংলাদেশ কথা কয় – আব্দুল গাফ্ফার চৌধুরী
বাংলাদেশ আমার বাংলাদেশ – রামেন্দ্র মজুমদার
বাংলাদেশ ও রক্তের ঋণ – অ্যান্থনী মাস কারেনহাস
বাংলা ও বাঙালীর কথা – আবুল মোমেন
বাংলাদেশ ও বঙ্গবন্ধু – মোনায়েম সরকার
একাত্তরের রনাঙ্গন – শাসসুল হুদা চৌধুরী
একাত্তরের ঢাকা – সেলিনা রহমান
একাত্তরের বর্ণমালা – এম আর আক্তার মুকুল
একাত্তরের কথামালা – বেগম নুরজাহান
একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরী – সুফিয়া কামাল
একাত্তর কথা বলে – মনজুর আহমেদ
একাত্তরের বিজয় গাঁথা – মেজর রফিকুল ইসলাম
একাত্তরের নিশান – রাবেয়া খাতনু
আমি বিজয় দেখেছি – এম আর আখতার মুকুল
আমি বিরঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
আমরা বাংলাদেশী না বাঙালী – আব্দুল গাফ্ফার চৌধুরী
হৃদয়ে বাংলাদেম – পান্না কায়সার
আমার কিছু কথা – শেখ মুজিবর রহমান
ইতিহাস কথা বলে – সৈয়দ নুর আহমেদ
কালো পঁচিশের আগে ও পরে – আবুল আসাদ
বঙ্গবন্ধু হত্যার দলিলপত্র – অধ্যাপক আবু সাইয়িদ
বাতাসে বারুদ রক্ত উল্লাস – জুবাইদা গুলশান আরা

#মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উপন্যাস – রচয়িতা

আগুনের পরশমনি – হুমায়ন আহমেদ
জাহান্নাম হতে বিদায় – শওকত ওসমান
জন্ম যদি হয় বঙ্গে – শওকত ওসমান
দুই সৈনিক – শওকত ওসমান
রাইফেল এটি আওয়াদ – আনোয়ার পাশা
নিরন্তর ঘন্টাঘনি – সেলিনা হোসেন
এক প্রজন্মের সংলাপ – নুর মোহাম্মদ মোল্লা
উপমহাদেশ – আল মাহমুদ
কাটাতারে প্রজাপতি – সেলিনা হোসেন
হাঙর নদী গ্রেনেট – সেলিনা হোসেন
মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র – আমজাদ হোসেন
কাচ সমুদ্র – জাফর ইকবাল
বীর প্রতিকের খোঁজ – আনিসুল হক
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]