Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2734
=>বিসিএস , ব্যাংক জব , বিশ্ববিদ্যালয় ভর্তি ছড়াও যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কাজে লাগবে।

*দীনবন্ধু মিত্র
▬▬▬▬▬▬
নাটক ও প্রহসনঃ নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।

প্রহসনঃ বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী

নাটক – জামাই বারিক
লীলাবতী
নবীন তপস্বিনী
কমলে কাহিনী
নীল দর্পণ
নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১ সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন

*গিরিশচন্দ্র ঘোষ
▬▬▬▬▬▬
ঐতিহাসিক ও পৌরণিক নাটক
ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ -জানা বনবাসে সীতাকে হরণ করলেন

ছত্রপতি শিবাজী
মী – মীরজাফর
সি –সিরাজদ্দৌলা
লে- লক্ষণবধ
-রাবনবধ
-পান্ডব গৌরব
-অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক
-জনা

*দ্বিজেন্দ্রলাল রায়
▬▬▬▬▬▬
নাটকঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে
ক – কল্কি অবতার
সি –সিংহল বিজয়
সাবনুর - বঙ্গনারী
সা - সাজাহান
নূর -নূরজাহান
প্রায় – প্রায়চিত্ত
জন্ম – পূনর্জন্ম
প্রতাপ -প্রতাপ সিংহ
চন্দ্র –চন্দ্রগুপ্ত
দাস –দূর্গাদাস
আনন্দ – আনন্দ বিদায়

*শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
▬▬▬▬▬▬
গল্প
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য

গল্পঃ ছবি, বিলাসী, পরেশ, সতী, মহেশ, মন্দির, মামলার ফল, বিন্দুর ছেলে, মেজদিদি

উপন্যাসঃ
অরক্ষনীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন দেবদাস পশুর সমান”

চ – চরিত্রহীন
দেব- দেবদাস, দেনাপাওনা
দাস – বিপ্রদাশ
প-পরিনীতা
শু- পন্ডিত মশাই
র- পথের দাবী
স- পল্লী সমাজ
মা- রামের সুমতি
ন –চন্দ্রনাথ

* ইসমাইল হোসেন
▬▬▬▬▬▬
উপন্যাস,কাব্য ও মহাকাব্য
রানুর ফিতা
উপন্যাসঃ
রা – রায় নন্দিনী
নুর -নুর উদ্দিন
ফি - ফিরোজা বেগম
তা – তারাবাঈ
কাব্য ও মহাকাব্য
নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল
কাব্যঃ
নবউদ্দীপনা
উচ্ছ্বাস
অনল প্রবাহ
ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন
মহাকাব্যঃ স্পেন বিজয়

* ফররুখ আহমদ
▬▬▬▬▬▬
কাব্যঃ
সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল
সাত সাগরের মাঝি
সিরাজুম মুনীরা
মুহূর্তের কবিতা
হাতেম তাই
নৌফেল ও হাতেম
পাখির বাসা
দরিয়া, শেষ রাত্রি, লাশ – সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্গত

*নবীন চন্দ্র সেন
▬▬▬▬▬▬
পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল
পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য
অবকাশ রঞ্জিনী- কাব্য

*মুনীর চৌধুরীর
▬▬▬▬▬▬
মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।
অনুবাদ নাটক
মুখরা রমনী বশীকরন
রুপার কৌটা
কেউ কিছু বলতে পারেনা

নাটকঃ
রক্তাক্ত প্রান্তর
চিঠি
দন্ডকারন্য
কবর

*জসীম উদ্দীন
▬▬▬▬▬▬
নাটকঃ
পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মেয়ে
উপন্যাস:
বোবা কাহিনী
কাব্যঃ
হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথারকাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল
হলুদ বরনী, জলে লেখন
হাসু , নকশী কাথার মাঠ
ডালিম কুমার, কাফনের মিছিল
সখিনা , সোজন বাদিয়ার ঘাঁট
সূচয়নী , রাখালীর মা
ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি
এক পয়সার বাশি, মা যে জননী কাদে
ধানক্ষেত
বালুচর
মাটির কান্না

*জীবনানন্দ দাশ
▬▬▬▬▬▬
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল
উপন্যাসঃ
জলপাই হাটি
সতীর্থ
কল্যানী
মাল্যদান
প্রবন্ধঃ কবিতার কথা
কাব্যঃ
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল
রুপসী বাংলা
বনলতা সেন
ধূসর পান্ডুলিপি
ঝরাপালক
বেলা অবেলা কালবেলা
সাতটি তারার তিমির
মহা পৃথিবী

*মীর মশাররফ হোসেন
▬▬▬▬▬▬
প্রহসনঃ ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
ভাই ভাই এই তো চাই
একি
এর উপায় কি
ফাঁস কাগজ
নাটকঃ
বেটা বসন্ত জমিদার
বে – বেহুলা গীতাভিনয়
টা- টালা অভিনয়
বসন্ত – বসন্ত কুমারী
জমিদার – জমিদার দর্পন
উপন্যাস:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
বিষাদসিন্ধু
গাজীমিয়ার বস্তানী
বাঁধা খাতা
উদাসীন পথিকের মনের কথা

* কায়কোবাদ
▬▬▬▬▬▬
কাব্য
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন দিল
অমিয়ধারা
কুসুমকানন
মহরম শরীফ
বিরহ বিলাপ
শিব মন্দির
অশ্রুমালা
মহাশ্মশানঃ মহাকাব্য
বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য। মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত
বিহারীলাল চক্রবর্তীর- পত্রিকা ও কাব্য মনে রাখার সহজ উপায়
বিহারীলাল চক্রবর্তী-ভোরের পাখি
বিহারীলাল চক্রবর্তী-গীতিকবিতার জনক
বিহারীলাল চক্রবর্তী-রবিঠাকুরের কাব্য গুরু
পত্রিকাঃ
অবোধ বন্ধু বিহারীলাল সাহিত্য সংক্রান্তিতে পূর্নিমার হাত ধরে বসে আছে
অবোধ বন্ধু
সাহিত্য সংক্রান্তি
পূর্নিমা
কাব্যঃ
বংগ সুন্দরী সারদার সংগীতের প্রতি নিসর্গ প্রেম তার স্বপ্ন ও মনে সাধের আসন গেড়ে বসেছে
বংগ সুন্দরী
সারদা মঙ্গল
সংগীত শতক
নিসর্গ সন্দর্শন
প্রেম প্রবাহিনী
স্বপ্ন দর্শন
সাধের আসন

*রবি ঠাকুর
▬▬▬▬▬▬
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
ছোট গল্প
পোস্টমাস্টার
কাবুলিওয়ালা
দেনা পাওনা
কর্মফল
হৈমন্তি
দিদি
পত্র রক্ষা
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
প্রেমের গল্প
ল্যাবরেটরী
অধ্যাপক
নষ্টনীড়
শেষ রাত্রি
সমাপ্তি
স্ত্রীর পত্র
একরাত্রি
দূর আশা
দৃষ্টিদান

*আল –মাহমুদ
▬▬▬▬▬▬
কাব্যঃ
কালের কলসে হারিয়ে যাওয়া লোক-লোকান্তরে প্রচলিত কাহিনী –বখতিয়ারের ঘোড়ায় সোনালী কাবিন চাপিয়ে আল-মাহমুদ এক চক্ষু হরিণ শিকার করেছিলেন
লোক লোকান্তরে
কালের কলস
সোনালী কাবিন
বখতিয়ের ঘোড়া
একচক্ষু হরিণ
উপন্যাস
আগুনের মেয়ে সুন্দর পুরুষকে দেখে তার ডাহুকী রুপ ধারন করেছিল
ডাহুকী
আগুনের মেয়ে
পুরুষ মেয়ে
গল্পঃ পানকৌড়ির রক্ত

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    96 Views
    by shanta
    0 Replies 
    666 Views
    by shanta
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]