Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2634
১. “আধ্যাত্বিকা” উপন্যাসের লেখক কে?- প্যারীচাঁদ মিত্র
২. ঠাকুরমার ঝুরি - কি জাতীয় রচনা?- রূপকথা
৩. রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত?- মাত্রাবৃত্ত
৪. ফররুখ আহমদের শ্রেষ্ঠ্র কাব্যগ্রনে'র নাম কি?- সাত সাগরের মাঝি
৫. ‘চাচা কাহিনী’র লেখক কে?- সৈয়দ মুজতবা আলী
৬. শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা কে?- বড়- চন্ডীদাস
৭. ‘অনল -প্রবাহ’ রচনা করেন কে?- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
৮. দীনবন্ধু মিত্রের প্রহসন?কোনটি?-বিয়ে পাগল বুড়ো
৯. মীর মোশাররফ হোসেনের নাটক- বেহুলা গীতাভিনয়
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?- ক্ষুধিত পাষাণ
১১. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন' কোনটি?- কবিতার কথা
১২. ’সাত সাগরের মাঝি’ রচয়িতা কে?- ফররুখ আহমদ
১৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?- জাহান্নাম হতে বিদায়
১৪. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?- ক্রীতদাসের হাসি
১৫. নতুন চাদ- কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন'
১৬. কন্যাকুমারী- আব্দুর রাজ্জাক রচিত উপন্যাস
১৭. গড্ডলিকা- রাজশেখর বসুর গল্পগ্রন'
১৮. নেমেসিস- নুরুল মোমেন এর বিখ্যাত নাটক
১৯. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়’- রবীনদ্‌্রনাথের কোন গল্পের সংলাপ?- সমাপ্তি
২০. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?- গৌড়িয় ব্যাকরণ
২১. ‘আমি কিংবদন-ীর কথা বলছি’ এর রচয়িতা কে?- আবু জাফর ওবায়দুল্লাহ
২২. শাহানামা মৌলিক গ্রন'টি কার?-ফেরদৌসি
২৩. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?- দ্বিজেন্দ্রলাল রায়
২৪. নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?- ঊনপঞ্চাশের মন্বন-র
২৫. ‘মহুয়া ’ পালাটির রচয়িতা কে?- দ্বিজ কানাই
২৬. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?- কমলে কামিনী
২৭. কোন গ্রন'টি মহাকাব্য?- বৃত্র সংহার
২৮. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
২৯. ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?- গিরিশচন্দ্র সেন
৩০. কোন নাটকটি সেলিম আল দীনের?- মুনতাসীর ফ্যান্টাসী
৩১. ‘দারিদ্র’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন-র্ভুক্ত?- সাম্যবাদী
৩২. নেমেসিস কোন জাতীয় রচনা?- নাটক
৩৩. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি?- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?- শেষলেখা
৩৪. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?- সূর্য-দীঘল বাড়ী
৩৫. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?- মৃত্যুক্ষুধা
৩৬. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে?- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?- রশীদ করিম
৩৮. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস
৩৯. মুহম্মদ এনামুল হকের রচনা?- মনীষা মঞ্জুষা
৪০. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?- মুহম্মদ শহীদুল্লাহ
৪১. রবীন্দ্রনাথের কোন গ্রন'টি উপন্যাস?- শেষের কবিতা
৪২. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন' কোনটি?- রাখালী
৪৩. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?- আনোয়ার পাশা
৪৪. ‘মা যে জননী কান্দে’- কাব্য, জসীম উদ্দীনের
৪৫. ‘ভবিষ্যতের বাঙালি’ কার রচনা?- এস ওয়াজেদ আলী
৪৬. এয়াকুব আলী চৌধুরী প্রণীত কোনটি?- মানব-মুকুট
৪৭. ‘সাম্য’ গ্রনে'র রচয়িতা কে?- বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
৪৮. ‘ফণি-মনসা’ কাব্যের রচয়িতা কে?- কাজী নজরুল ইসলাম
৪৯. ‘বীরবলের হালখাতা’ গ্রন'টির কোন ধরনের রচনা?- প্রবন্ধ, প্রমথ চৌধুরী
৫০. ‘কাশবনের কন্যা’ গ্রন'টির লেখক কে?- শামসুদ্দীন আবুল কালাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]