Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2348
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১। নাটক কি? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তাঃ ০৯]
- দৃশ্যকাব্য
২। প্রহসন বলতে কি বোঝায়? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৯]
- সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্নক নাটক
৩। নাটক ও প্রহসনে পার্থক্য – [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহকারী রসায়নবিদঃ ০১]
- ব্যঙ্গ বিদ্রুপ
৪। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য – [১৫তম বিসিএস]
- জীবানুভূতির গভীরতায়
৫। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? [২৮তম বিসিএস]
- ১৭৫৩ সালে
৬। বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথম আসে? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্টঃ ০৫]
- হেরাসিম লেবেডফ
৭। ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে? [থানা সহকারী শিক্ষা অফিসারঃ ৯৯]
- হেরাসিম লেবেদফ
৮। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসারঃ ৯৩]
- ভদ্রার্জুন
৯। প্রথম বিয়োগান্তক নাটক --- [জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালকঃ ০১]
- কীর্তিবিলাস নাটক
১০। কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? [সহকারী প্রকৌশলী (গণপূর্ত): ০৫]
- মাইকেল মধুসূদন দত্ত
১১। প্রথম সার্থক বাংলা নাটক – [তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালকঃ ০৪]
- শর্মিষ্ঠা
১২। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম- [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৯]
- কৃষ্ণকুমারী
১৩। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক- [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালকঃ ০৭/দূর্নীতি দমন ব্যুরোর সহকারী উপপরিদর্শকঃ ০৪/দূর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৩]
- কৃষ্ণকুমারী
১৪। ‘মানচিত্র’ সাহিত্যকর্মটির রচয়িতা কে?
- মানচিত্র (কাব্যগ্রন্থ): আলাউদ্দিন আল-আজাদ।
- মানচিত্র (নাটক): আনিস চৌধুরী।
১৫। ‘সিরাজদ্দৌলা’ সাহিত্যকর্মটির রচয়িতা কে?
- সিরাজদ্দৌ (নাটক): গিরিশচন্দ্র ঘোষ।
- সিরাজদ্দৌলা (নাটক): সিকান্দার আবু জাফর।
১৬। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে? [২৭তম বিসিএস/পরিকল্পনা এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ০৬]
- রামনারায়ণ তর্করত্ন
১৭। গিরিশ চন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্নক নাটক- [শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৩]
- প্রফুল্ল
১৮। কোনটি নাটক? [২১তম বিসিএস/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালকঃ ০৭]
- সাজাহান
১৯। ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে? [২৬তম বিসিএস/বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসারঃ ০৬]
- দ্বিজেন্দ্রলাল রায়
২০। দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত – [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ ০৭]
- নাট্যকার
২১। ঐতিহাসিক নাটক কোনটি? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সহকারী পরিদর্শকঃ০৫]
- নূরজাহান
২২। Famous writer of Bengali Drama/ বিখ্যাত বাঙালি নাট্যকার ছিলেন- [IFIC ব্যাংক প্রবেশনারী অফিসারঃ ৯২]
- Nurul Mumen
২৩। ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা? [২৬তম বিসিএস]
- নাটক
২৪। ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? [২৬তম বিসিএস]
- উনপঞ্চাশের মন্বন্তর

ব্যাখ্যাঃ উনপঞ্চাশে কোন মন্বন্তর হয়নি, মন্বন্তর হয়েছিল পঞ্চাশে।
২৫। ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে? [উপজেলা ও থানা শিক্ষা অফিসারঃ ০৫]
- তুলসী লাহিড়ী
২৬। ‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ঢাকা বিভাগঃ ০১]
- আব্দুল্লাহ আল মামুন
২৭। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, খুলনা বিভাগঃ ০৯]
- মামুনুর রশীদ
২৮। ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, রাজশাহী বিভাগঃ ০৯]
- মামুনুর রশীদ
২৯। ‘মৃচ্ছকটিক’ নাটকের রচয়িতার নাম কী? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্টঃ ০৫]
- শুদ্রক
৩০। ‘কালবেলা’ নাটকটির লেখক কে? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ০৬]
- সাঈদ আহমেদ
৩১। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, রাজশাহী বিভাগঃ ০৮]
- গিরিশচন্দ্র ঘোষ
৩২। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসারঃ ০৫]
- সিকান্দার আবু জাফর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    85 Views
    by shanta
    0 Replies 
    471 Views
    by afsara

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]