Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2340
বিখ্যাত উপন্যাস
কাজী ইমদাদুল হক – আবদুল্লাহ: (১৯৩৩) ধর্মীয় গোড়ামী ও কুসংস্কারে আচ্ছন্ন তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজে এক কুসংস্কারমুক্ত যুবকের লড়াই চিত্র। ‘মোসলেম ভারত’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
মোজাম্মেল হক – জোহরা: তৎকালীন মুসলিম সমাজের অন্যায় অনাচারের চিত্র।
কন্যার মতামত অগ্রাহ্য করে বিয়ে দিতে গিয়ে যে দুর্ভোগের সৃষ্টি তাই উপন্যাসটির উপজীব্য।
নজিবর রহমান – আনোয়ার(১৯১৪): গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত এ উপন্যাসে বাঙালি মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে।
প্রথমনাথ বিশি – কেরী সাহেবের মুন্সি
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী – তার দানশীলতার জন্য বৃটিশ সরকার তাকে ‘নওয়াব’ উপাধি দেয়।
রূপজালাল: আত্নজীবনীমূলক উপন্যাস।
অদ্বৈত মল্লবর্মন – তিতাস একটি নদীর নাম।
আবু জাফর শামসুদ্দিন – পদ্মা মেঘনা যমুনা।
হুমায়ুন কবির – নদী ও নারী।
আব্দুর রাজ্জাক – কন্যা কুমারী।
দিলারা হাসেম – ঘর মন ও জানালা।
খন্দকার মোহাম্মদ ইলিয়াস – কত ছবি কত গান।
প্রেমেন্দ্র মিত্র – পাক
রশীদ করিম – উত্তম পুরুষ।
শওকত আলী – ওয়ারিশ, প্রদোষে প্রাকৃতজন, কুলায় কলাস্রোত।
খান মুহাম্মদ মাঈনুদ্দিন – অনাথিনী: লেখকের প্রথম উপন্যাস।
হাছন রাজা – লোকে সিন্ধু।
রমেশ দত্ত – বঙ্গবিজেতা, মাধবীকঙ্কন, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা।
চারটি উপন্যাসই ছিল ঐতিহাসিক। চারটিরই ঘটনা গটেছে মুঘল শাসনের একশত বছরের মধ্যে। এজন্য চারটি একসাথে সংকলিত হয়েছিল ‘শতবর্ষ’ নামে।
ইমদাদুল হক মিলন – বারো রকমের মানুষ, রূপনগর, সারাবেলা।
সত্যেন সেন – পাপের সন্তান, অভিসপ্ত নগরী।
সরদার জয়েন উদ্দিন – অনেকের সূর্যের আশা, বিধ্বস্ত রোদের ঢেউ।
স্বর্ণকুমারী দেবী – মিবার রাজ।
অন্নদাশঙ্কর রায় – সত্যাসত্য।
তারানাথ গঙ্গোপাধ্যায় – স্বর্ণলতা।
হাসান আজিজুল হক – আগুনপাখি।
হুমায়ূন আজাদ – পাক সার জমিন সাদ বাদ।
জরাসন্ধ – লৌহকপাট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    86 Views
    by shanta
    0 Replies 
    471 Views
    by afsara

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]