Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2332
কথা সাহিত্যঃ
কথা সাহিত্য বলতে উপন্যাস ও ছোটগল্পকে বোঝায়। উপন্যাস ও ছোটগল্পের আকৃতি ও প্রকৃতিগত বেশকিছু পার্থক্য বিদ্যমান। উপন্যাসে যেখানে বৃহত্তর পরিসরে জীবনের পূর্ণাঙ্গ পরিচয় রূপলাভ করে, সেখানে ছোটগল্পে থাকে কোন চরিত্রের একটিমাত্র দিকের প্রতিফলন।

বাংলা উপন্যাসের পত্তনি ও প্রস্তুতি যুগে উপন্যাসগুলোতে সমসাময়িক সামাজিক জীবনের চিত্র ব্যঙ্গরস সহযোগে পরিবেশিত হয়েছে।

উপন্যাস তৈরির প্রচেষ্টাঃ
• ’কলিকাতা কমলালয়(১৮২৩), নববাবু বিলাস( ১৮২৫), নববিবি বিলাস (১৮৩২): ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত এই গ্রন্থগুলোকে উপন্যাস তৈরির প্রাথমিক প্রচেষ্টা হিসাবে ধরা হয়।
• ’ফুলমনি ও করুণার বিবরণ(১৮৫২ সাল)’ – উপন্যাস তৈরির আরেকটি প্রচেষ্টা। হ্যানা ক্যাথারিন ম্যালেন্স এর রচয়িতা। এই গ্রন্থে কিছু আঞ্চলিক ভাষার প্রয়োগ লক্ষ্য করা যায়।
এই জন্য এই গ্রন্থকে বাংলা কথ্য ভাষার আদি কথ্য ভাষার আদি গ্রন্থ বলা হয়।
• ’আলালের ঘরের দুলাল’: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্র এটি রচনা করেন। এজন্য তাঁকে বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়। উপন্যাসটির প্রকাশকাল-১৮৫৮। ‘মাসিক পত্রিকা’য় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটির বিশেষ প্রশংসা করেন।
• ’দুর্গেশ নন্দিনী’ – বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিম চট্টোপাধ্যায় এটি রচনা করেন। এজন্য তাকে প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়। উপন্যাসটির প্রকাশকাল-১৮৬৫।
• আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। ‘কথা সাহিত্য’ বলতে কোনটি বোঝায়? [জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্টঃ০৫]
- ছোটগল্প ও উপন্যাস
২। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস? [প্রাথমিক প্রধান শিক্ষকঃ৯৩]
- কলকাতা কমলালয়
৩। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? [২৯তম বিসিএস]
- ফুলমণি ও করুণার বিবরণ
৪। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? [তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালকঃ০৪]
- প্যারীচাঁদ মিত্র
৫। বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন – [সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসারঃ৯৭]
- প্যারীচাঁদ মিত্র
৬। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তাঃ ০৯/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালকঃ ০৭/তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ০৬]
- আলালের ঘরের দুলাল
৭। ‘আলালের ঘরের দুলাল’ – এর লেখক কে? [দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহকারী পরিচালকঃ ০১]
- প্যারীচাঁদ মিত্র
৮। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয়? [যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ৯৪]
- ১৮৫৮
৯। ‘আলালের ঘরের দুলাল’ – [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালকঃ ০১]
- বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
১০। বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল? [সহকারী প্রকৌশলী (গণপূর্ত): ০৫]
- সমাজের রঙ্গরসাত্নক চিত্র
১১। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (গণযোগাযোগ ও সাংবাদিকতা): ০৫-০৬]
- স্বর্ণকুমারী দেবী
১২। প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি? [কারিগরী শিক্ষা অধিদপ্তরের চীফ ইন্সট্রাক্টরঃ ০৩]
- আলালের ঘরের দুলাল

বিখ্যাত উপন্যাস
কালিপ্রসন্ন সিংহ – কালিপ্রসন্ন অনুসৃত ভাষা রীতিকে ‘হুতোমী বাংলা’ বলে।
হুতুম প্যাচার নকশা ।
ভূদেব মুখোপাধ্যায় – ঐতিহাসিক উপন্যাস
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় – কল্পতরুঃ বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – ত্রয়ী উপন্যাসঃ গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম।
একটি কালো মেয়ের কথা: মুক্তিযুদ্ধভিত্তিক, কবি, অরণ্য বহ্নি, হাঁসুলী বাঁকের উপকথা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1206 Views
    by sajib
    0 Replies 
    845 Views
    by kajol
    0 Replies 
    474 Views
    by mousumi
    0 Replies 
    205 Views
    by shanta
    0 Replies 
    666 Views
    by afsara

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]