Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#2011
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, ঔপন্যাসিক হলেন মীর মশাররফ হোসেন। আজ তার মৃত্যুদিবস। তিনি পিএসসি নির্ধারিত ওরা ১১ জন এর একজন গুরুত্ব পূর্ণ সদস্য। আসুন কিছু তথ্য জানার চেষ্টা করি।

☑ জন্ম- ১৩ নভেম্বর, ১৮৪৭ সালে, কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরবর্তী লাহিনীপাড়া গ্রামে।
পিতার নামঃ-মোয়াজ্জেম হোসেন
মাতার নামঃ- দৌলতুন্নেসা

☑ তিনি " গাজী মিয়া " ছদ্মনামে লিখতেন,তার সাহিত্য গুরু ছিলেন কাঙাল হরিণাথ

☑ বাংলা সাহিত্যের প্রথম বাঙালী মুসলিম নাট্যকার -মীর মোশাররফ হোসেন

☑ তার রচিত প্রথম মুসলিম রচিত নাটক - বসন্তকুমারী (১৮৭৩)

☑ প্রথম বাঙালী মুসলিম হিসেবে তার রচিত প্রথম উপন্যাসঃ- রত্নবতী (১৮৬৯)

☑ তার রচিত বাংলা সাহিত্যে একমাত্র গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস -বিষাদ-সিন্ধু (নায়ক ইয়াজিদ/এজিদ)-এটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস (৩৬তম বিসিএস)

☑তার রচিত ব্যঙ্গাত্মক উপন্যাস -"গাজী মিয়ার বস্তানী"

☑তার আত্মজীবনী মূলক উপন্যাসের নামঃ-"উদাসীন পথিকের মনের কথা"

☑ তিনি সাংবাদিকতা করেন ২টি পত্রিকার,
সংবাদ প্রভাকর (কলকাতা হতে)
গ্রামবার্তা প্রকাশিকা (কুমারখালী হতে)

☑ তার সম্পাদিত পত্রিকার - আজিজুন্নেহার (মাসিক-১৮৭৪),হিতকরী (১৮৯০)

☑বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক -জমিদার দর্পণ (১৮৭৩)

☑ সাহিত্যকর্মঃ-

#উপন্যাসঃ-
রত্নবতী (১৮৬৯)
বিষাদসিন্ধু (৩খণ্ডে বিভক্ত)
উদাসীন পথিকের মনের কথা (১৮৯০)
গাজী মিয়ার বস্তানী (১৮৯৯)

☑ নাটকঃ-
বসন্তকুমারী (১৮৭৩)
জমিদার দর্পণ (১৮৭৩)
বেহুলা গীতাভিনয় (১৮৮৯)
টালা অভিনয় (১৮৯৭)
নিয়তি কি অবনতি (১৮৯৯)

☑#কাব্যঃ-
গৌরাই ব্রীজ বা গৌরী সেতু (১৮৭৩)
পঞ্চনারী (১৮৯৯)
মদিনার গৌরব (১৯০৬)
#মোসলেম বীরত্ব (১৯০৬)
বাজীমাৎ (১৯০৮)

☑#প্রবন্ধঃ- গো-জীবন (১৮৮৯)
ইসলামের জয় (১৯০৮)

☑ #আত্মজীবনীঃ-
আমার জীবনী (১৯১০)
কুলসুম জীবনী(১৯১০)

☑#প্রহসনঃ-
এর উপায় কি? (১৮৭৫)
ভাই ভাই এইতো চাই (১৮৯৯)
ফাঁস কাগজ (১৮৯৯)
বাঁধা খাতা (১৮৯৯)

☑মৃত্যুঃ-
১৯ ডিসেম্বর, ১৯১১, রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদীতে মৃত্যুবরণ করেন😭😭

(১২ ডিসেম্বর, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়-লর্ড হার্ডিঞ্জ)
----------+-------_

মোঃ হাছেন আলী

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]