Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1993
৪১তম বিসিএস
প্রিলিমিনারি প্রস্তুতিঃ বাংলা সাহিত্য


বাংলা সাহিত্য

সাহিত্য# ২০
ক. প্রাচীন ও মধ্যযুগ

- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ - ৬৫০-১২০০ খ্রি.।
- বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন - চর্যাপদ।
- চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা - কাহ্নপা ।
- চর্যাপদের পদগুলো যে ছন্দে রচিত - মাত্রাবৃত্ত ।
- ’ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য রচনা করেছেন - শাহ মুহম্মদ সগীর ।
- বাংলা সাহিত্যে আরাকানকে যে নামে অভিহিত করা হয় - রোসাঙ্গ ।
- পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য - উপকথা ।
- বাংলা টপ্পা গানের জনক - রামনিধি গুপ্ত।
- বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন - মিথিলা।
- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি - শাহ মুহম্মদ সগীর।
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান- ইউসুফ জুলেখা।
- আলাওলের ‘তোহফা’ কাব্যে প্রকাশ পেয়েছে - ধর্মীয় নীতিকথা।
- মধ্যযুগে যে ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম - শ্রীচৈতন্যদেব।
- সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম - কেতকা ও পদ্মাবতী।
- ‘বিদ্যাসুন্দর’ কাব্যের রচয়িতা - সাবিরিদ খান।

খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান) ১৫

- ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ খোলা হয় - ১৮০১ সালে।
- কেরি সাহেবের মুন্সি বলা হয় - রামরাম বসুকে।
- ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় - ১৯২৬ সালে।
- ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপাত্ররূপে প্রকাশিত পত্রিকা - জ্ঞানান্বেষণ।
- বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় - ৩ ডিসেম্বর ১৯৫৫।
- ‘কল্লোল’ পত্রিকা প্রকাশিত হয় - ১৯২৩ সালে।
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - ধূমকেতু, লাঙল ও দৈনিক নবযুগ (যুগ্ম-সম্পাদক)।
- ‘আধ্যাত্মিকা’ গ্রন্থের রচয়িতা - প্যারীচাঁত মিত্র।
- ‘পদ্মরাগ’ উপন্যাসটি রচনা করেছেন - বেগম রোকেয়া সাখায়াত হোসেন।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী।
- ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা - নুরুল মোমেন।
- ‘পালামৌ’ ভ্রমণকাহিনি রচনা করেছেন - সঞ্জিবচন্দ্র চট্রোপাধ্যায়।
- ‘দেশে বিদেশে’ গ্রন্থটি লিখেছেন - সৈয়দ মুজতবা আলী।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় - ১৯১০ সালে।
- ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের রচয়িতা - আল মাহমুদ।
- ‘আসাদের শার্ট’ কবিতাটির রচয়িতা - শামসুর রাহমান।
- ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি লিখেছেন - আবু জাফর ওবায়দুল্লাহ।
- ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের রচয়িতা- হাসান আজিজুল হক।
- জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমি হলো - ভাষা আন্দোলন।
- ‘একাত্তরের চিঠি’ যে ধরনের রচনা - মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন।
- সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের পটভূমি - মুক্তিযুদ্ধ ।
- ‘ফটিক’ চরিত্রটি যে গল্পে পাওয়া যায় - ছুটি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    1856 Views
    by romen
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    956 Views
    by mousumi
    0 Replies 
    438 Views
    by sajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]