Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1928
বর্তমান সময়ে বাংলা সাহিত্যের আলোড়ন সৃষ্টি কারী কবি, রুপসী বাংলার কবি,ধূসরতার কবি, তিমির হননের কবি,নির্জনতার কবি, চিত্ররূপময় কবি ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশের আজ মৃত্যু বার্ষিক। আসুন কিছু তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করি....!!!

®#জন্ম-
১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে বরিশালে (আদি নিবাস- বিক্রমপুরের গাঁওপাড়া গ্রাম) এক ব্রাহ্মণ পরিবারে
জন্মগ্রহণ করেন।
পিতার নাম- সত্যানন্দ দাশগুপ্ত
মায়ের নাম -বিখ্যাত কবি #কুসুমকুমারী দাশ


® জীবনানন্দ দাশগুপ্তের উপর গবেষণা করেছেন - ক্লিনটন বি. সিলি

® তার কবিতাকে "চিত্ররূপময় কবিতা " বলেছেন -রবীন্দ্রনাথ ঠাকুর

® এডগার হেলেন পো রচিত "টু হেলেন " কবিতা হতে তিনি রচনা করেন- "বনলতা সেন" (১৯৪২),

® তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ - ঝরাপালক (১৯২৮)

® সম্প্রতি তার যে উপন্যাস টি খুঁজে পাওয়া যায় - কল্যাণী( ১৯৯৯)

®সাহিত্যকর্মঃ-

® কাব্যগ্রন্থ -

ঝরাপালক (১৯২৮)
ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬)

#বনলতা সেন (১৯৪২)
মহাপৃথবী (১৯৪৪)
সাতটি তারার তিমির (১৯৪৮)

রুপসী বাংলা (১৯৫৭-এ কবিতার বিখ্যাত উক্তি আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে,এই বাংলায়)

বেলো অবেলা কালবেলা,
জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৪৫)

® #উপন্যাসঃ-

মাল্যবান (১৯৭৩)
সতীর্থ (১৯৭৪)
কল্যাণী (১৯৯৯)

® প্রবন্ধ গ্রন্থঃ-
কবিতার কথা (১৯৫৬),
এ গ্রন্থ টির বিখ্যাত উক্তি হলো -"সকলেই কবি নন, তবে কেউ কেউ কবি"

®গল্প সংকলনঃ-
জীবনানন্দ দাশের গল্প -১৯৭২

® মৃত্যুঃ- ২২ অক্টোবর, ১৯৫৪ সালে কলকাতার বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মারা যান কলকাতার হাসপাতালে

#সম্পুরক তথ্যঃ-

® পঞ্চপাণ্ডব কাহাকে বলে????
আধুনিক বাংলা সাহিত্যে ত্রিশের দশকের পাঁচজন কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলে। যারা রবীন্দ্র বলয়ের বাইরে গিয়ে সাহিত্য রচনা করেছেন।

এখন বলবেন ওরা কারা???

#পঞ্চপাণ্ডবঃ-
ছন্দে মনে রাখুন- সুমি বুজবি তুই
সু- সুধীন্দ্রনাথ দত্ত
মি- অমিয় চক্রবর্তী (বাংলাদেশ কবিতা)

বু- বুদ্ধদেব বসু (বন্দীর বন্দনা,কিন্তু বন্দী শিবির থেকে-শামসুর রহমান - ৩৮ তম)

জ-জীবনানন্দ দাশ ( বনলতা সেন-,ঝরাপালক)
বি> বিষ্ণু দে ( সাত ভাই চম্পা- ১৯৪৪)
--------------+------------
ক্ষুদ্র প্রয়াসে -
মোঃ হাছেন আলী

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]