Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1860
১৷ বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
- প্যারীচাদ মিত্র
২। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম পদাবলীর স্রষ্টা কে?
= চাঁদ কাজী
৩৷ বাংলা সাহিত্যে সঙ্গীত বিদ্যার উপর রচিত প্রথম গ্রন্থ কোনটি?
= রাগমালা( শেখ ফয়জুল্লাহ)
৪।মীর মশাররফ হোসেন তার বসন্তকুমারী নাটকটি কাকে উৎসর্গ করেন?
- নওয়াব আব্দুল লতিফ
৫। কোন পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ব্যাপকভাবে সাহিত্যচর্চা আরম্ভ করেন?
- মোসলেম ভারত
৬। কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- সাপ্তাহিক বিজলী
৭।নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থটির কোন কবিতা নিষিদ্ধ হয়েছিল?
- রক্তাম্বরধারিণী মা
৮। "বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে" এই বিখ্যাত উক্তিটি কোন রচনা থেকে গৃহীত হয়েছে?
- পালামৌ ( সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৯ ।বিন্দুবিসর্গ "কার আত্মজীবনী
- নীলিমা ইব্রাহিম
১০। "তৃণাঙ্কুর"কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১১।দৈনিক সংবাদ পত্রিকায় "দেশপ্রেমিক ও বিশ্বকর্মা " ছদ্মনামে কে লিখতেন?
- শহীদুল্লাহ কায়সার
১২। "দয়মন্তী"কাব্যটি কার?
- বুদ্ধদেব বসু
১৩। "শাপমোচন" নাটকটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৪।বাংলাসাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
- মহাশ্মশান( কায়কোবাদ)
১৫।মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কোন পত্রিকায় মজলুম আদিব ছদ্মনামে লিখতেন?
- দেশ পত্রিকা
১৬। ডেলিসিয়া হত্যা গল্পটি কার?
- বেগম রোকেয়া
শিবপ্রসাদ রায় কার ছদ্মনাম?
- রাজা রামমোহন রায়
১৭। Garments গ্রন্থের লেখক কে?
- তাহমিমা আনাম
১৮। হরপ্রসাদ শাস্ত্রী এর প্রকৃত নাম কি?
- শরৎনাথ ভট্টাচার্য
১৯। মহামহোপাধ্যায় উপাধি কার?
- হরপ্রসাদ শাস্ত্রী
২০৷ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- ২৩ নং পদ

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    357 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]