Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1761
১.বাংলাদেশ 'গ্রাম থিয়েটার' র প্রবর্তক কে?
উ:সেলিম আল দীন।
২.'একালে আমার কাল' কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
উ:সুফিয়া কামাল।
৩.বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
উ:মাইকেল মধুসূদন দও।
৪.জন্মই আমার আজন্ম পাপ ও নারকীয় ভুবনের কবিতা গ্রন্হদ্বয়ের রচয়িতা কে?
উ:দাউদ হায়দার।
৫.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
উ:ইন্দ্রনাথ।
৬.'ওয়ারিশ' উপন্যাসটি লেখক---
উ:শওকত আলী।
৭.'বিন্দু বিসর্গ',কার আত্মজীবনী?
উ:নীলিমা ইব্রাহিম।
৮.'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে?
উ:মোজাম্মেল হক।
৯.লালসালু উপন্যাসের উপজীব্য কি?
উ:গ্রাম বাংলার সমাজের অশিক্ষা- কুশিক্ষা।
১০.লাল নীল দীপাবলি এটি কি ধরনের বই?
উ:বাংলা সাহিত্যের জীবনী।
১১.'সিরাজাম মুনীরা'কাব্যের রচয়িতা কে?
উ:ফররুখ আহমদ।
১২.গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে?
উ:সৈয়দ আলী আহসান।
১৩.Adhoc শব্দের বাংলা অর্থ কি?
উ:তদর্থক।
১৪.তিরিশের দশকের সবচেয়ে 'তথাকথিত' কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
উ: জীবনানন্দ দাশ।
১৫.'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
উ:উপন্যাস।
১৬. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
উ:মামুনুর রশিদ।
১৭.বলরাম ও শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক কী?
উ:ভাই।
১৮.হারামণি কি?সংকলক কে?
উ:প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1368 Views
    by mousumi
    0 Replies 
    987 Views
    by raihan
    0 Replies 
    1921 Views
    by mousumi
    0 Replies 
    17436 Views
    by tasnima
    0 Replies 
    2423 Views
    by sajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]