Let's Discuss!

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1670
রোমান্টিক ভাবধারা-
১। মধ্যযুগে বাংলা সাহিত্য মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান - রোমান্টিক প্রণয়োপাখ্যান।
২। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি/মধ্যযুগের প্রথম মুসলমান কবি- শাহ মুহম্মদ সগীর।
৩। শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ রচনা - ইউসুফ জুলেখা (গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ'র আমলে)।
৪। "গুলে বকাওলী" রচনা করেন - কবি
নওয়াজিশ খান।
৫। বাংলা ভাষার প্রতি বৈরী ভাবধারী লোকদের দেশত্যাগের কথা বলেছেন - কবি আব্দুল হাকিম (কবিতা- বঙ্গভাষা)।
৬। লায়লী মজনু কাব্যটি রচনা করেন- দৌলত উজির। তার উপাধি- বাহরাম খান (চট্টগ্রাম)।
৭। লায়লী মজনু কাব্যের উৎস - আরবি লোক গাথা।
. আরাকান সাহিত্য -
৮। বাংলা সাহিত্যে আরাকানকে অভিহিত করা হয় - রোসাঙ্গ নামে।
৯। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি - দৌলত কাজী।
১০। আরাকান রাজসভার প্রধান এবং উল্লেখযোগ্য কবি - আলাওল।
১১। আলাওলের রচনাগুলো হলো- পদ্মাবতী (এটি হিন্দি পদুমবৎ এর অনুবাদ এবং আলাওলের শ্রেষ্ঠ রচনা), তোহফা (নীতিকথামূলক কাব্য), সতী ময়না লোর চন্দ্রানী।
১২। দৌলত কাজী রচনা করেন - সতী ময়না লোর চন্দ্রানী (তবে কাব্যটির শেষ অংশ লিখেন আলাওল)।
১৩। চন্দ্রাবতী কাব্যটি রচনা করেন - আরাকান রাজসভার মন্ত্রী "কোরেশী মাগন ঠাকুর।

মর্সিয়া ও নাথ সাহিত্য -
১৪। মর্সিয়া শব্দের অর্থ - শোক প্রকাশ করা।
১৫। মর্সিয়া সাহিত্যের আদি কবি - শেখ ফয়জুল্লাহ। তার বিখ্যাত রচয়িতা - জয়নবের চৌতিশা।
১৬। জঙ্গনামা রচনা করেন - দৌলত উজির বাহরাম খান। জঙ্গনামা কাব্যের বিষয় বস্তু - যুদ্ধ বিগ্রহ।
১৭। মধ্যযুদে শিব উপাসক একশ্রেণির ধর্ম প্রচারকারীর সাহিত্য - নাথ সাহিত্য।
১৮। মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেন - শেখ ফয়জুল্লাহ।
১৯। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য রচনা - গোরক্ষ বিজয় (শেখ ফয়জুল্লাহ)।

শায়ের ও পুথি সাহিত্য -
২০। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব হয় - ১৮ শতকের মাঝামাঝি থেকে ১৯ শতকের মাঝামাঝি সময়ে।
২১। পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক - সৈয়দ হামজা।
২২। দোভাষী পুথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি - ফকির গরীবুল্লাহ।
২৩। বাংলা টপ্পা গানের জনক - রামনিধি গুপ্ত।
২৪। শায়েররা যে সাহিত্য রচনা করেন - দোভাষী সাহিত্য (কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে রচিত হয় - দোভাষী পুথি সাহিত্য)।
    Similar Topics

    -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

    ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

    -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

    -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]