- Mon Aug 19, 2019 8:46 am#1591
১। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?
– ২য় (প্রথম – বঙ্গবন্ধু )।
২। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
– ২বার (১৮৯৮ ও ১৯২৬)।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে আসেন?
– ১৯২৬ সালে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
– The Meaning of Art.
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
– The Rule of the Giant.
৬। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬ সালে।
৭। 'আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে'- এই
রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
– ১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের
ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন
গীতিকবিতা রচনা করেছিল?
– বাসন্তিকা (প্রথম পঙক্তি – এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়)।
৯। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
– ৯টি (ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচর দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা,
শ্রীমতি মধ্যমা)।
১০। কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
– রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)।
১১। ’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
– রবীন্দ্রনাথ।
১২। ১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
– সোনার তরী।
১৩। লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
– রবীন্দ্রনাথ (২৯৮ টি)।
১৪। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
– চু চেন তান।
১৫। রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬ সালে।
১৬। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৪০ সালে।
১৭। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯১৩ সালে।
১৮। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
– শেষ বয়সের প্রিয়া।
১৯। আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
– ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ
করেন পূরবী কাব্য)।
২০। ‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর’’- পঙক্তিটি কার ?
– রবীন্দ্রনাথ ঠাকুর (নির্ঝরের স্বপ্নভঙ্গ)।
২১। শান্তিনিকেতন/ ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
– ১৯০১ সালে (কলকাতার অদূরে বোলপুরে)।
২২। হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে
রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন ?
– রাখিবন্ধন।
২৩। ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী"- উক্তিটি কার ?
– রবীন্দ্রনাথের।
২৪। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
– সঞ্চয়িতা।
২৫। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন ?
– বসন্ত (গীতিনাট্য)। নজরুল রবীকে – সঞ্চিতা।
২৬। রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
– ১৩ টি।
২৭। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
– পিরালি ব্রাহ্মণ।
২৮। পারিবারিক উপাধী ?
– কুশারী।
২৯। রবীন্দ্রনাথ তাঁর পিতা-মাতার কততম সন্তান?
– চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
৩০। গীতাঞ্জলি প্রকাশিত হয়?
– ১৯১০ সালে।
৩১। 'Songs of Offerings'- নামে প্রকাশিত হয়?
– ১৯১২সালে।
৩২। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়?
– ১৯১৩ সালে।
৩৩। 'গীতাঞ্জলি‘- এর ভূমিকা লেখেন?
– ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস।
৩৪। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান?
– ‘বাংলার মাটি বাংলার জল’।
৩৫। "আমার সোনার বাংলা"- গগণ হরকরার সুরের অনুকরণে রচনা করেন কে?
– রবীন্দ্রনাথ।
৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস?
– করুণা (১৮৭৭-৭৮)।
৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
কাব্যগ্রন্থ?
– কবিকাহিনী (১৮৭৮)।
৩৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
গীতিনাট্য?
– বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ?
– য়্যুরোপ প্রবাসীর পত্র (১৮৮২)।
৪০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস?
– বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।
৪১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
প্রবন্ধগ্রন্থ?
– বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)।
৪২। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস?
– চোখের বালি।
৪৩। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
গ্রন্থের নাম?
– জীবন স্মৃতি ও ছেলেবেলা।
৪৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম?
– শব্দতত্ত্ব।
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প?
– ভিখারিনী।
৪৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস?
– করুণা।
৪৭। কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উৎসর্গ
করেন?
– চার অধ্যায়।
৪৮। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান?
– ১৯১৫ সালে। ত্যাগ করেন – ১৯১৯ সালে।
৪৯। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন?
– মহাত্ম গান্ধী।
৫০। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন?
– বহ্মবান্ধব উপাধ্যায়।
৫১। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন?
– ক্ষিতিমোহন সেন।
৫২। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন?
– চীনা কবি চি-সি-লিজন।
৫৩। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়?
– ২৪ মার্চ, ২০০৪ সালে।
৫৪। বাংলা ছোটগল্পের জনক বলা?
– রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৫৫। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে
বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে
ডাকটিকেট প্রকাশ করে?
– ব্রাজিল।
৫৬। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে?
– চীন।
৫৭। বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে?
– ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭ আগস্ট, ১৯৯১ সালে।
৫৮। রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন?
— চয়নিকা।
৫৯। রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয় ?
— বালক পত্রিকা।
৬০। রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?
— ১ টি কাব্যগ্রন্থ।
৬১। গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?
– ১৫৭ টি।
৬২। রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ?
— নষ্টনীড়।
৬৩। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপন্যাসধর্মী?
— চতুরঙ্গ।
৬৪। “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস?
— রাজনৈতিক।
৬৫। রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ?
— মুক্তধারা।
৬৬। “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ?
– ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন।
৬৭। রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা
কোনটি ?
— সভ্যতার সঙ্কট।
৬৮। রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ?
— বিশ্ব পরিচয়।
৬৯। রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ? — ১ টি কৌতুক নাটক।
৭০। রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি?
— জীবনস্মৃতি।
৭১। রবীন্দ্রনাথ এর 'নটির পূজা'- নাটকটি কোন ধর্মের কাহিনী ?
— বুদ্ধ ধর্ম।
৭২। "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"- এটা কোন গদ্যরচনা এর লাইন?
– সভ্যতার সংকট।
৭৩। 'ছিন্নপত্র' কাকে লেখা চিঠি এর সমাহার?
— ভাতিজি ইন্দিরা দেবী।
৭৪। “পঞ্চভূত”- রবীন্দ্রনাথ এর কি ?
— প্রবন্ধ গ্রন্থ।
৭৫। “সে”- রবীন্দ্রনাথ এর কি ?
–গল্প গ্রন্থ।
৭৬। 'নষ্টনীড়' কি?
– রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।
৭৭। রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন?
— সাধনা+ভারতি+বঙ্গদর্শন+তত্ত্ববোধনী।
৭৮। মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ?
— শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)।
৭৯। রবীন্দ্রনাথের নাটক সমূহ?
– রক্তকরবী, তাসের দেশ, ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা, চিরকুমার সভা, বৈকুন্ঠের খাতা, রাজা, অচলায়তন, বিসর্জন, প্রায়শ্চিত্ত ইত্যাদি।
৮০। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
– সিরাজগঞ্জের শাহাজাদপুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
Raisul Islam Hridoy
– ২য় (প্রথম – বঙ্গবন্ধু )।
২। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
– ২বার (১৮৯৮ ও ১৯২৬)।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে আসেন?
– ১৯২৬ সালে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
– The Meaning of Art.
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
– The Rule of the Giant.
৬। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬ সালে।
৭। 'আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে'- এই
রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
– ১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের
ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন
গীতিকবিতা রচনা করেছিল?
– বাসন্তিকা (প্রথম পঙক্তি – এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়)।
৯। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
– ৯টি (ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচর দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা,
শ্রীমতি মধ্যমা)।
১০। কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
– রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)।
১১। ’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
– রবীন্দ্রনাথ।
১২। ১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
– সোনার তরী।
১৩। লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
– রবীন্দ্রনাথ (২৯৮ টি)।
১৪। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
– চু চেন তান।
১৫। রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৩৬ সালে।
১৬। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯৪০ সালে।
১৭। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
– ১৯১৩ সালে।
১৮। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
– শেষ বয়সের প্রিয়া।
১৯। আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
– ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ
করেন পূরবী কাব্য)।
২০। ‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর’’- পঙক্তিটি কার ?
– রবীন্দ্রনাথ ঠাকুর (নির্ঝরের স্বপ্নভঙ্গ)।
২১। শান্তিনিকেতন/ ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
– ১৯০১ সালে (কলকাতার অদূরে বোলপুরে)।
২২। হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে
রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন ?
– রাখিবন্ধন।
২৩। ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী"- উক্তিটি কার ?
– রবীন্দ্রনাথের।
২৪। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
– সঞ্চয়িতা।
২৫। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন ?
– বসন্ত (গীতিনাট্য)। নজরুল রবীকে – সঞ্চিতা।
২৬। রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
– ১৩ টি।
২৭। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
– পিরালি ব্রাহ্মণ।
২৮। পারিবারিক উপাধী ?
– কুশারী।
২৯। রবীন্দ্রনাথ তাঁর পিতা-মাতার কততম সন্তান?
– চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।
৩০। গীতাঞ্জলি প্রকাশিত হয়?
– ১৯১০ সালে।
৩১। 'Songs of Offerings'- নামে প্রকাশিত হয়?
– ১৯১২সালে।
৩২। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়?
– ১৯১৩ সালে।
৩৩। 'গীতাঞ্জলি‘- এর ভূমিকা লেখেন?
– ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস।
৩৪। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান?
– ‘বাংলার মাটি বাংলার জল’।
৩৫। "আমার সোনার বাংলা"- গগণ হরকরার সুরের অনুকরণে রচনা করেন কে?
– রবীন্দ্রনাথ।
৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস?
– করুণা (১৮৭৭-৭৮)।
৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
কাব্যগ্রন্থ?
– কবিকাহিনী (১৮৭৮)।
৩৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
গীতিনাট্য?
– বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ?
– য়্যুরোপ প্রবাসীর পত্র (১৮৮২)।
৪০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস?
– বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।
৪১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
প্রবন্ধগ্রন্থ?
– বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)।
৪২। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস?
– চোখের বালি।
৪৩। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
গ্রন্থের নাম?
– জীবন স্মৃতি ও ছেলেবেলা।
৪৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম?
– শব্দতত্ত্ব।
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প?
– ভিখারিনী।
৪৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস?
– করুণা।
৪৭। কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উৎসর্গ
করেন?
– চার অধ্যায়।
৪৮। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান?
– ১৯১৫ সালে। ত্যাগ করেন – ১৯১৯ সালে।
৪৯। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন?
– মহাত্ম গান্ধী।
৫০। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন?
– বহ্মবান্ধব উপাধ্যায়।
৫১। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন?
– ক্ষিতিমোহন সেন।
৫২। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন?
– চীনা কবি চি-সি-লিজন।
৫৩। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়?
– ২৪ মার্চ, ২০০৪ সালে।
৫৪। বাংলা ছোটগল্পের জনক বলা?
– রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৫৫। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে
বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে
ডাকটিকেট প্রকাশ করে?
– ব্রাজিল।
৫৬। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে?
– চীন।
৫৭। বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে?
– ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭ আগস্ট, ১৯৯১ সালে।
৫৮। রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন?
— চয়নিকা।
৫৯। রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয় ?
— বালক পত্রিকা।
৬০। রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?
— ১ টি কাব্যগ্রন্থ।
৬১। গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?
– ১৫৭ টি।
৬২। রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ?
— নষ্টনীড়।
৬৩। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপন্যাসধর্মী?
— চতুরঙ্গ।
৬৪। “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস?
— রাজনৈতিক।
৬৫। রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ?
— মুক্তধারা।
৬৬। “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ?
– ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন।
৬৭। রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা
কোনটি ?
— সভ্যতার সঙ্কট।
৬৮। রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ?
— বিশ্ব পরিচয়।
৬৯। রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ? — ১ টি কৌতুক নাটক।
৭০। রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি?
— জীবনস্মৃতি।
৭১। রবীন্দ্রনাথ এর 'নটির পূজা'- নাটকটি কোন ধর্মের কাহিনী ?
— বুদ্ধ ধর্ম।
৭২। "মানুষের উপর বিশ্বাস হারানো পাপ"- এটা কোন গদ্যরচনা এর লাইন?
– সভ্যতার সংকট।
৭৩। 'ছিন্নপত্র' কাকে লেখা চিঠি এর সমাহার?
— ভাতিজি ইন্দিরা দেবী।
৭৪। “পঞ্চভূত”- রবীন্দ্রনাথ এর কি ?
— প্রবন্ধ গ্রন্থ।
৭৫। “সে”- রবীন্দ্রনাথ এর কি ?
–গল্প গ্রন্থ।
৭৬। 'নষ্টনীড়' কি?
– রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।
৭৭। রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন?
— সাধনা+ভারতি+বঙ্গদর্শন+তত্ত্ববোধনী।
৭৮। মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ?
— শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)।
৭৯। রবীন্দ্রনাথের নাটক সমূহ?
– রক্তকরবী, তাসের দেশ, ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা, চিরকুমার সভা, বৈকুন্ঠের খাতা, রাজা, অচলায়তন, বিসর্জন, প্রায়শ্চিত্ত ইত্যাদি।
৮০। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
– সিরাজগঞ্জের শাহাজাদপুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
Raisul Islam Hridoy