Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1556
আজ বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রের জন্মবার্ষিক।কিছু তথ্য জেনে নেয়ার চেষ্টা করি।

© জন্ম-২২ জুলাই, ১৮১৪ সালে কলকাতায় বণিক পরিবারে জন্মগ্রহণ করেন।

© তার পিতা নারায়ণ মিত্র ছিলেন কাগজ ও হুন্ডি ব্যবসায়ী

© তার সম্পাদিত ও প্রকাশিত প্রথম পত্রিকা-"মাসিক পত্রিকা "

© তাকে বলা হয় বাংলার উপন্যাস রচনার পথিকৃত, তার ছদ্মনাম -টেকচাঁদ ঠাকুর

© বাংলা ভাষার প্রথম উপন্যাস #আলালের ঘরে দুলাল" (১৮৫৮)

© চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে তার রচিত প্রবন্ধের নাম -The Zamindar and Royats"

© তিনি গরীব চাষীদের রক্ষাকবচ হিসেবে উত্থাপন করেন-পঞ্চায়েত ব্যবস্থা

© সাহিত্য কর্ম-

উপন্যাস -
#আলালের ঘরে দুলাল (১৮৫৮),এই উপন্যাস এর একটি উল্লেখযোগ্য চরিত্র হলো #ঠকচাচা
এটি ইংরেজিতে অনূদিত হয় Spoiled Child নামে।

© অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ -

মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, (১৮৫৯)
রামাঞ্জিকা (১৮৬০)
গীতাঙ্কুর (১৮৬১)

আধ্যাত্মিকতা (১৮৮০)
বামাতোষিণী (১৮৮১)

© প্রবন্ধ, -
-The Zamindar and Royats"

© মৃত্যু -
২৩ নভেম্বর, ১৮৮৩ সালে।
-------+--_-----
মোঃ হাছেন আলী

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]