Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1553
আজ এই নন্দিত কথাসাহিত্যিকের মৃত্যু বার্ষিক। আসুন কিছু তথ্য জেনে নিই।

© জন্ম-১৩ নভেম্বর, ১৯৪৮,মোহনগঞ্জ নেত্রকোনা (পৈতৃক নিবাস কুতুবপুর, কেন্দুয়া,নেত্রকোনা)

© পিতৃ প্রদত্ত নাম-শামসুর রহমান
ডাকনাম -কাজল

©তার সৃষ্ট ২ অমর চরিত্র-হিমু ও মিসির আলী

©প্রথম প্রকাশিত উপন্যাস -নন্দিত নরকে (১৯৭২)

© কল্পবিজ্ঞান এর পথিকৃত তিনি,তোমার জন্যে ভালবাসা (১৯৭৩)

©তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন

©তার প্রথম টিভি নাটক -এইসব দিনরাত্রি (১৯৮৪)

© তার নির্মিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা

© সাহিত্যে তার অবদান

উপন্যাস -
নন্দিত নরকে (১৯৭২),
শঙ্খনীল কারাগার (১৯৭৩)

আমার আছে জল (১৯৮৫)
নিশীথিনী (১৯৮৭)
সম্রাট (১৯৮৮)
বহুব্রীহি (১৯৯০)

এইসব দিনরাত্রি (১৯৯০)
ময়ূরাক্ষী (১৯৯০)
অয়োময় (১৯৯০)

কোথাও কেউ নেই (১৯৯২-চরিত্র বাকের ভাই)

শ্রাবণ মেঘের দিন (১৯৯৪)
গৌরিপুর জংশন (১৯৯৫)
দূরে কোথাও (১৯৯৭)

ইস্টিশন (১৯৯৯)
বৃষ্টিবিলাস (২০০০)
নক্ষত্রের রাত (২০০৩)

এপিটাফ (২০০৪)
কে কথা কয় (২০০৬)
লীলাবতী,কবি,মধ্যাহ্ন মাতাল হাওয়া,রজনী
ইত্যাদি

© #দেয়াল ( ২০১২-শেষ ও রাজনৈতিক উপন্যাস-৩৪ তম বিসিএস)

© #মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস -

শ্যামল ছায়া -২০০৩
জোসনা ও জননীর গল্প -২০০৪
সূর্যের দিন,সৌরভ, নির্বাসন,
অনীল বাগচীর একদিন ইত্যাদি

© #আত্মজীবনীমূলক গ্রন্থ

বলপয়েন্ট, কাঠপেন্সিল,নীলআকাশে ঝকঝকে রোদ(২০১২),হোটেল গ্রেভার ইন,#আমার ছেলেবেলা

© পরিচালিত #চলচ্চিত্র -

৮টি যথা-
আগুণের পরশমণি (১৯৯৪-মুক্তিযুদ্ধ বিষয়ক)
শ্রাবণ মেঘের দিন (২০০০)
দুই দুয়ারী (২০০০)
শ্যামল ছায়া (২০০৬-মুক্তিযুদ্ধ বিষয়ক)
ঘেটুপুত্র কমলা (২০১২,শেষ চলচ্চিত্র )

© #নাটকঃ-

এই সব দিনরাত্রি, বহুব্রীহি,কোথাও কেউ নাই,
নক্ষত্রের রাত,অয়োময়, #আজ রবিবার,
ইবলিশ,#হিমু, উড়ে যায় বক পক্ষী,
যমুনার জল দেখতে কালো,বৃহন্নলা, চন্দ্রগ্রহণ,


© #গান-

চাঁদনি পসর রাতে যেন আমার মরণ হয়,
চাঁদনি পসরে কে আমায় স্মরণ করে()
আমার আছে জল,
ও আমার উড়াল শঙ্খীরে(শ্রাবণ মেঘের দিন)
লিলুয়া বাতাসে
আমার ভাঙা ঘরের ভাঙা চালা
একটা সোনার কন্যা (শ্রাবণ মেঘের দিন)

©©© মৃত্যু ©©©

১৯ জুলাই, ২০১২,ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ম্যানহাটন বেলুভ্য হাসপাতালে মৃত্যু বরণ করেন,
নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়(৩৪ তম লিখিত)

---------+---------
মোঃ হাছেন আলী
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]