Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1371
✔শব্দ✔

✔বাক্যের ক্ষুদ্রতম অংশ হলো-শব্দ

✔বাক্যের মূল উপাদান -শব্দ

✔বাক্যের মূল উপকরণ -শব্দ

✔ভাষার মূল উপকরণ -শব্দ (মৌলিক)

✔ শব্দের প্রকারভেদ-

✔ গঠন গত দিক হতে শব্দ ২ প্রকার

১. মৌলিক শব্দ -গোলাপ, নাক, লাল,তিন

২.সাধিত শব্দ -ভেঙ আলাদা করা যায়-অনেক ভাবে তা গঠিত হয়-,সমাস(চাঁদের মত মুখ) ,সন্ধি,উপসর্গ, প্রত্যয়

✔অর্থ গত দিক হতে শব্দ তিন প্রকার -

১. যৌগিক শব্দ -যে অর্থের জন্য গঠন করা হয়েছে সেই অর্থে ব্যবহার হওয়া।

#যৌগিক শব্দ মনে রাখার কৌশল-

গায়কের কর্তব্য হলো বাবুয়ানা ভাব না দেখিয়ে সুমধুর গান করা আর দৌহিত্র কে বলা দেওয়ালে চিকা না মারতে।

#গায়ক,

#কর্তব্য,

#বাবুয়ানা,

#মধুর,

#দৌহিত্র,

#চিকামারা

২. রুঢ় বা রুঢ়ি-

ছন্দে মনে রাখার কৌশলঃ-

হস্তীর মত(বিশাল) গবেষণা না করে নাকে তেল দিয়ে বাঁশি বাজাও, প্রবীণ দের সন্দেশ খাওয়া যায় না...!!!

#হস্তী

#গবেষণা

#তৈল

#বাঁশি

#প্রবীণ

#সন্দেশ

৩. যোগরূঢ়-সমাস নিষ্পন্ন শব্দ কিন্তু বিশিষ্ট অর্থ বুঝাবে,
মনে রাখার কৌশল

#পঙ্কজ #রাজপুত #মহাযাত্রা করলো #জলধি পানে...!!!

✔পঙ্কজ হলো পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ)
✔রাজার পুত= রাজারপুত (৬ষ্ঠী তৎপুরুষ)
✔ মহান যে যাত্রা =মহাযাত্রা-মৃত্যু(🤔🤔🤔??)
✔ জল ধারণ করে যে =জলধি (উপপদ🤔🤔🤔?? )

-------+----
মোঃ হাছেন আলী

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]