Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
By rajib
#1186
হাত কী? বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহের অংশ। তবে আমি পঞ্চাশ রকম হাতের কথা জানি। যা এখানে দিলাম। আপনার কাছে আর কোনো হাত থাকলে বা হাতের খবর জানা থাকলে অনুগ্রহপূর্বক জানাবেন। পোস্টটি পড়ার সময় খেয়াল করলে দেখবেন, কোনো হাত পরের শব্দ থেকে ফাঁক রেখে বসেছে আবার কোনো হাত বসেছে একদম নিরেট হয়ে, আবার কোনোটা বসে মাঝখানে একটা হাইফেন দিয়ে। কারণটা আমি জানি না। আপনারা জানলে অনুগ্রহপূর্বক জানাবেন। এবার দেখুন হাত :

১. হাত আসা (অভ্যাস বা রপ্ত হওয়া।)
২. হাত ওঠানো (প্রহার করতে উদ্যত হওয়া।)
৩. হাত কচলানো (ক্রমাগত দুহাত রগড়ে অসহায়ত্ব প্রকাশ করা।)
৪. হাতকড়া (আসামিকে আটকে রাখার উদ্দেশ্যে হাতে পরানোর তালাচাবিযুক্ত লোহার বলয়বিশেষ।)
৫. হাতকড়ি (হাতকড়া)।

৬. হাত করা (বশে আনা)।
৭. হাতকরাত ( এক হাত দিয়ে চালানো যায় এমন ছোটো করাতবিশেষ।)
৮. হাতকষা (কৃপণ)।
৯. হাতকাটা (হাত নেই এমন, ছিন্নহস্ত, হাতাবিহিন।)
১০. হাত কামড়ানো (বঞ্চিত হয়ে আফসোস করা।)

১১. হাতখরচ (বিবিধ ব্যক্তিগত ব্যয়।)
১২. হাতখালি (হাতে কোনো অলংকার পরেনি এমন।)
১৩. হাতখোলা (মুক্তহস্ত, দাতা, দানশীল।)
১৪. হাত গুটানো (নিরস্ত হওয়া, নিজেকে যুক্ত না করা।)
১৫. হাত গোনা ( হাতের রেখা দেখে ভবিষ্যদ্‌বাণী করা।)

১৬. হাতঘড়ি (হাতের কব্‌জিতে ধারণ করা যায় এমন ঘড়ি।)
১৭. হাত চলা (প্রহার করা।)
১৮. হাত চালা (চোর ধরার জন্য কল্পিত মন্ত্রবলে হাত চালনা করা।)
১৯. হাতচিঠা (প্রাপ্তিস্বীকারপত্র, রসিদ, খুব ছোটো চিঠি।)
২০. হাত চুলকানো ( কোনো কিছু করার জন্য অস্থিরতা প্রকাশ করা।)

২১. হাতছাড়া (অধিকারচ্যুত, বেহাত)।
২২. হাতছানি (হাত নেড়ে ইঙ্গিত প্রদান, আহ্বান।)
২৩. হাতজোড় করা (দুই করতল যুক্ত করে মিনতি বা নমস্কার।)
২৪. হাতটান (কৃপণতা, অর্থাভাব, ছিঁচকে চুরির অভ্যাস।)
২৫. হাতড়ানো ( না দেখে হাত বুলিয়ে খোঁজা, অন্ধকারে খোঁজা।)

২৬. হাততালি (আনন্দপ্রকাশ প্রশংসা বা উপহাসের উদ্দেশ্যে দুই করতলে পরস্পর আঘাত করে শব্দ উৎপাদন।)।
২৭. হাততোলা (উপস্থিতি বা সমর্থন জ্ঞাপনের উদ্দেশ্যে হাত উঁচু করা, প্রহার করতে উদ্যত হওয়া।)
২৮. হাত দেওয়া (সূচনা করা, স্পর্শ করা, ছোঁয়া।)
২৯. হাত দেখা (নাড়ি পরীক্ষা করে রোগ নির্ণয় করা, হাতের তালুর রেখা দেখে ভবিষ্যদ্‌বাণী করা।)
৩০. হাত ধরা ( হাত ধারণ করা, নির্ভর করা।)

৩১. হাতধরা (বশীভূত, অধীন, বশবর্তী।)
৩২. হাত ধোয়া (জলে ধুয়ে হাত পরিষ্কার করা, সংস্রব ত্যাগ করা।)
৩৩. হাত পাকানো (দক্ষতা অর্জন করা।)
৩৪. হাতপাখা ( তাল পাতার পাখা, হাতে নিয়ে বাতাস খাওয়ার ছোটো পাখা।)
৩৫. হাত-পা ছেড়ে দেওয়া (নিশ্চেষ্ট হওয়া, হতাশ হওয়া।)

৩৬. হাত পাতা (সাহায্য চাওয়া, ভিক্ষা চাওয়া।)
৩৭. হাত-ফেরতা (হাতবদল হয়ে এসেছে এমন, পুরানো।)
৩৮. হাতবদল (অধিকার বদল, হস্তান্তর।)
৩৯. হাতবাক্স (নিত্যপ্রয়োজনীয় জরুরি কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত হাতে বহনযোগ্য ছোটো বাক্স।)
৪০. হাত বাড়ানো (কিছু ধরা বা সাহায্য করার জন্য হাত প্রসারিত করা।)

৪১. হাতবোমা (হাত দিয়ে ছুড়ে মরা হয় এমন ছোটো বোমা, গ্রেনেড।)
৪২. হাতব্যাগ ( হাতবাক্স)।
৪৩. হাতভারী (কৃপণ, ব্যয়কুণ্ঠ।)
৪৪. হাতমোজা (হাত গরম রাখার জন্য পরিধেয় প্রতিটি আঙুলের জন্য পৃথক খোপবিশিষ্ট চামড়া বা পশমের মোজা।)
৪৫. হাতযশ (দক্ষতার খ্যাতি।)

৪৬. হাত লাগানো (কাজে প্রবৃত্ত হওয়া।)
৪৭. হাতসই (হাতের নিশানা, এক হাত মাপবিশিষ্ট।)
৪৮. হাতসাফাই (চুরি, হাতের ছলাকলা, হাতের পটুতা।)
৪৯. হাতসুতা (নদী বা সমুদ্রতীরে মাছ ধরার জন্য ব্যবহৃত এক প্রান্তে বঁড়শিযুক্ত লম্বা সুতো।)

#মোঃ আমিন
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]