Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8499
২৬.এ বয়সে তাই নেই কোনো –সংশয়
২৭. যেটি নজরুলের কাব্যগ্রন্থ নয়-মৃত্যুক্ষুধা
২৮.নেই অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে- বেআক্কেল
২৯. যে বানানটি শুদ্ধ নয়?-ঔজ্জল্য
৩০.কোনটি সঠিক?- পূর্ব পদে অব্যয় ও পরপদে বিশেষ্য অব্যয়ীভাব সমাস
৩১. জয়ন্তী শব্দের সম্প্রসারিত রূপ কোনটি?- অগ্গ্যাঁতো
৩২. ণত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?- প্রণয়ন
৩৩. Paragraph শব্দের বাংলা পরিভাষা কোনটি?- অনুচ্ছেদ
৩৪. কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য ণ –এর ব্যবহার ঘটে –তৎসম
৩৫. গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গযোগে গঠিত – ফারসি
৩৬. যে শব্দটির লিঙ্গান্তর হয় না- কবিরাজ
৩৭. যেটি বিরামচিহ্ন নয়- হাইফেন
৩৮. Tolerable শব্দের অর্থ- সহনীয়
৩৯. দেখ এমন করে মানুষ ঠকায়ো না । এ বাক্যটি কোন রচনায় আছে ?-বিলাসী
৪০. কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না, তাকে বলে- প্রকৃতি
৪১. ব্যাকরণে নিয়ম – বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে বলা হয়- নিপাতনে নিষিদ্ধ
৪২. সাবান শব্দ বাংলাতে এসেছে কোন ভাষা থেকে?-পর্তুগিজ
৪৩.কমলাকান্ত এক সময় কার কুটিরে থাকত?-নসীবাবুর
৪৪. আমার পথ প্রবন্ধ অনুসারে কোনটিকে ভণ্ডামি বলা যায় না।–নিজের সত্যকেই ভগবান বলে মানা।
৪৫. মানব-কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব –জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলা।
৪৬. সরকার বাবুর সঙ্গে মাসি-পিসির ঝগড়া হয়েছে- বাজারের তোলা নিয়ে।
৪৭. রেইনকোট গল্পে তোড় দিয়া শব্দের অর্থ- উড়িয়ে দিয়েছে
৪৮. বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন –সৈয়দ ওয়ালীউল্লাহ
৪৯.কোন সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর?-সাময়িক সাহিত্য
৫০. অনেকের মতে চক্ষু কীসের দর্পণ স্বরূপ?-মনের
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13925 Views
    by apple
    0 Replies 
    21034 Views
    by rekha
    0 Replies 
    6948 Views
    by rekha
    0 Replies 
    16214 Views
    by rana
    0 Replies 
    6782 Views
    by rekha