Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8483
১.যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন:
ক. পরিবেশ দূষণ ও প্রতিকার ।
খ.পাট পণ্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ।
২. সারমর্ম লিখুন:
আমি চাই মহত্ত্বের মহৎ পরাণ
মুকুতা মাণিক্য নিধি
আমারে দিওনা বিধি।
চাইনে এ জগতে রাজত্ব সম্মান
বাঞ্ছিত পরাণ পেলে
মেগে নেব মানুষ্যত্ব শে্রষ্ঠ উপাদান
প্রাণের সাধক আমি, সাধনীয় প্রাণ।
৩. এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে হারানো মালামালের জন্য ক্ষতিপূরণ চেয়ে একটি আবেদন পত্র লিখুন।
৪.বাংলায় অনুবাদ করুন:
No person can be happy without friends. The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving affection. But you also cannot find other to love you unless you love them. Love is only to be obtained by giving love in return. You cannot be happy without it.
অনুবাদ : বন্ধু ছাড়া কেউ সুখী হতে পারে না। হৃদয় ভালোবাসার জন্য তৈরি হয়েছে এবং স্নেহের আদান-প্রদান ছাড়া সুখী হওয়া যায় না। কিন্তু আপনি কাউকে ভালো না বাসলে তার কাছে থেকেও ভালোবাসা পাবেন না। ভালোবাসা দিয়েই প্রতিদানে ভালোবাসা পাওয়া যায়। এটি ছাড়া আপনি সুখী হতে পারবেন না।
৫. নিচের প্রশ্নগুলো উত্তর দিন।
ক. মাথা শব্দের বিভিন্নার্থে ব্যবহার করে পাঁচটি বাক্য লিখ।
খ. শুদ্ধরূপ লিখুন: বুদি্ধজীবি , পৈত্রিক , আকাঙ্খা , শারিরিক, দূর্গপুজা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    422 Views
    by rajib
    0 Replies 
    232 Views
    by rajib
    0 Replies 
    1274 Views
    by apple
    0 Replies 
    560 Views
    by sajib
    0 Replies 
    371 Views
    by sajib