Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8471
১.প্রমাণ হইয়া গেছে , আমি কেহই নই। উক্তিটি – উঃ অনুপমের
২. বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়ে - উঃ ভারতী পত্রিকায়
৩.আমার পথ প্রবন্ধে নজরুল ইসলাম বলেছেন-সত্যকে পাওয়া যায়-উঃ ভুলের মধ্য দিয়ে
৪. যে কাজ মানুষ্যত্ববোধ ও মানব –মর্যাদাকে ক্ষুন্ন করে- উঃ ভিক্ষা প্রদান করা
৫. মানব-ধর্মই সবচেয়ে বড় ধর্ম। উক্তিটি-উঃ কাজী নজরুল ইসলামের
৬. রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা যার জবানিতে লেখা-উঃ নুরুল হুদার
৭. গৃহ প্রবন্ধে হাঁফ ছেড়ে বাঁচা বলতে বোঝানো হয়েছে-উঃ ক্লান্তি থেকে মুক্তি পাওয়া
৮.আহ্বান গল্পের ঝুড়ি গল্পকথককে ডাকতো-উঃ গোপাল নামে
৯.মোপাসাঁ যে ভাষায় লিখতেন- উঃ ফরাসি
১০.লালসালু উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল-উঃ আক্কাস
১১.সোনার তরী কবিতায় সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে- উঃ দু বার
১২.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ –উঃ ব্যথার দান
১৩.এক পয়সার বাঁশী কাব্যের রচয়িতা-উঃ জসীমউদ্দীন
১৪. মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে চলে যায়-উঃ পুষ্পশূন্য দিগন্তের পথে
১৫.আঠারো বছর বয়স থরোথরো কাঁপে – বেদনায়
১৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোটগল্প- উঃ অতসীমামী
১৭. রেইনকোট গল্পে যে অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে- উঃ ঢাকা
১৮. আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলোকোঠার সেপাই যে ধরনের উপন্যাস- উঃ রাজনৈতিক
১৯. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালাম উল্লেখ আছে- উঃ ৪ বার
২০. কুহেলি শব্দের অর্থ-উঃ কুয়াশা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    16220 Views
    by rana
    0 Replies 
    6950 Views
    by rekha
    0 Replies 
    6791 Views
    by rekha
    0 Replies 
    20436 Views
    by apple
    0 Replies 
    20838 Views
    by rana