Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8457
১. সন্ধি বিচ্ছেদ করুনঃ
অর্ধেক=অর্ধ + এক
পুরস্কার=পুরঃ+কার
নায়ক= নৈ+অক
চিত্তৌদার্য=চিত্ত + ঔদার্য
মনোযোগ= মনঃ+যোগ
২. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুনঃ
ক. বেগুনভাজা-ভাজা যে বেগুন = কর্মধারয় সমাস
খ.গায়েপাড়া- গায়ে পড়া=অলুক তৎপুরুষ
গ. মা-হারা-মাকেহারা=দ্বিতীয় তৎপুরুষ
ঘ. নিখুঁত- নেই খুঁত যার= নঞ্ বহুব্রীহি
৩. এককথায় প্রকাশ করুনঃ
ক. ফল পাকলে যে গাছ মরে যায়= ওষধি
খ. যা চেটে খেতে হয়= লেহ্য
গ. অতি দীর্ঘ নয়= নাতিদীর্ঘ
ঘ.যে সব হারিয়েছে= সর্বহারা
৪.বিভক্তিসহ কারক নির্ণয় করুন।
ক. শরতে কাশফুল ফোটে-অধিকরণে সপ্তমী
খ. রেখো মা দাসেরে মনে –কর্মে দ্বিতীয়া
গ. শিক্ষক ছাত্রদের অঙ্ক পড়াচ্ছেন – কর্তায় শূন্য
ঘ. ফুলে ফুলে ঘর ভরেছে- করণে সপ্তমী
৫. বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করুনঃ
ক. তালপাতার সেপাই (অতিশয় কৃশ ও দুর্বল ): রফিকের মতো তালপাতার সেপাই যুদ্ধে যাবে গুনেই সবাই হেঁসে উঠল ।
খ. সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): দেশের অনাচার দেখে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়।
গ. গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, তাদের দলের অন্তর্ভুক্ত আমরা হব না ।
ঘ. ডুব মারা (অদৃশ্য হওয়া ): প্রয়োজন মিটে গেলে কিছু লোক ডুব মারে।
৬. বিপরীত শব্দ লিখুনঃ
প্রবাস- স্বদেশ
প্রত্যক্ষ –পরোক্ষ
প্রতিঘাত-ঘাত
সজীব – নির্জীব
৭. বানান শুদ্ধ করে লিখুনঃ
শ্রদ্ধাস্পদেসু- শ্রদ্ধাস্পদেষু
স্বান্তনা- সান্ত্বনা
পোষ্টমাস্টার-পোস্টমাস্টার
উপরোক্ত-উপর্যুক্ত
    Similar Topics