Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8447
১. কোনো কথার বিস্তার ঘটাতে কী বিরাম –চিহ্ন ব্যবহৃত হয়?-উঃ ড্যাশ
২. অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে , তাকে বলে- উঃ অবিমৃশ্যকারী
৩.যেটি অপপ্রয়োগের দৃষ্টান্ত-উঃ এক্যমত
৪. যে বানানটি অশুদ্ধ?-উঃ উপরোক্ত
৫. শুদ্ধ বানানগুচ্ছ –উঃ বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন
৬. The situation has come to a head . এর অর্থ – উঃ পরিস্থিতি পূর্বের তূলনায় ভালো
৭. মণ্ডূক শব্দের অর্থ –উঃ ব্যাঙ
৮. বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়ের জন্ম –মৃত্যু সাল-উঃ ১৮৩৮-১৮৯৪
৯.সমার্থক শব্দজোড়।–উঃ আহব,যুদ্ধ
১০.দুধটুকু খেয়ে নাও । এ বাক্যে দুধ এর সঙ্গে টুকু –এর ভাষিক নাম – উঃ পদাশ্রিত নির্দেশক
১১. কৃপণ শব্দের সন্ধিবিচ্ছেদ –উঃ কৃ + অন
১২.কোন কবিতায় রাশি রাশি শব্দযুগল পাওয়া যায়?-উঃ সোনার তরী
১৩.এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে । এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি-উঃ অধিকরণে সপ্তমী
১৪. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে- উঃ হীরক জয়ন্তী
১৫. পরিহার্য শব্দের অর্থ –উঃ বর্জনীয়
১৬. Coating এর বাংলা পরিভাষা –উঃ আবরণ
১৭. অবজ্ঞাত শব্দটির প্রকৃত উচ্চারণ –উঃ অবোগ্গ্যাতো
১৮. স্বদেশের মঙ্গলেরজন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম।–কাকে কে টেনে নিয়ে চলল?-উঃ বিলাসীকে মৃত্যুঞ্জয়ের খুড়ো ও গ্রামবাসী
১৯. স্কুল>ইসকুল, প্রীতি>পিরিত –এ ধরনের পরিবর্তনকে বলে-উঃ স্বরাগম
২০.দামিনী অর্থ কী-উঃ বিদ্যুৎ
২১. স্ত্রীবাচক শব্দ নয়-উঃ হুজুরাইন
২২.অবরে –সবরে কথাটির অর্থ কী?- উঃ কালে ভদ্রে
২৩. ভ্রান্ত বিশেষণ পদের বিশেষ্য রূপ কী ?-উঃ ভ্রম
২৪. কোন কবিতাটি সংলাপ প্রধান ?-উঃ তাহারেই পড়ে মনে
২৫. এ বয়সে তাই নেই কোনো -সংশয়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    20409 Views
    by apple
    0 Replies 
    21030 Views
    by rekha
    0 Replies 
    10512 Views
    by rana
    0 Replies 
    18897 Views
    by raihan
    0 Replies 
    8920 Views
    by romen