- Tue Mar 11, 2025 8:41 pm#8418
২৩. প্রথিতযশা শব্দের অর্থ-খ্যাতনামা।
২৪.দুহিতা শব্দের অর্থ – কন্যা।
২৫. সমীরণ শব্দের অর্থ – বাতাস।
২৬. বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ – বেহায়াপনা ।
২৭. কোথায় থাকা হয় এটি যে বাচ্যের উদাহরণ-ভাববাচ্য।
২৮. নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ শব্দটি-বিশেষণ ।
২৯. দিন ও রাত্রির সন্ধিক্ষণ –এর বাক্য সংকোচন-গোধূলি।
৩০. কেরানি শব্দটি যে ভাজা থেকে এসেছে- পর্তুগিজ।
৩১. আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নুরজাহান –আজকে শব্দটিকে কারক ও বিভক্ত-অধিকরণে দ্বিতীয়া।
৩২. অসুখ যে সমাস – বহুব্রীহি ।
৩৩. বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালূ করেন- সম্রাট আকবর ।
৩৪. শর্বরী শব্দটির অর্থ – রাত ।
৩৫. পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ –সৌভাগ্য ।
৩৬. শুদ্ধ বানানগুচ্ছ –ত্রিভুজ, প্রণয়ন, বিমর্ষ।
৩৭. ব্রজবুলি একটি-ভাষা।
৩৮. নাসিকা ধ্বনি –ম।
৩৯. ণ-ত্ব ও ষত্ব বিধান ব্যাকরণে আলোচিত হয়- ধ্বনিতত্ত্বে।
৪০. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- মনস+ঈষা।
২৪.দুহিতা শব্দের অর্থ – কন্যা।
২৫. সমীরণ শব্দের অর্থ – বাতাস।
২৬. বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ – বেহায়াপনা ।
২৭. কোথায় থাকা হয় এটি যে বাচ্যের উদাহরণ-ভাববাচ্য।
২৮. নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ শব্দটি-বিশেষণ ।
২৯. দিন ও রাত্রির সন্ধিক্ষণ –এর বাক্য সংকোচন-গোধূলি।
৩০. কেরানি শব্দটি যে ভাজা থেকে এসেছে- পর্তুগিজ।
৩১. আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নুরজাহান –আজকে শব্দটিকে কারক ও বিভক্ত-অধিকরণে দ্বিতীয়া।
৩২. অসুখ যে সমাস – বহুব্রীহি ।
৩৩. বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালূ করেন- সম্রাট আকবর ।
৩৪. শর্বরী শব্দটির অর্থ – রাত ।
৩৫. পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ –সৌভাগ্য ।
৩৬. শুদ্ধ বানানগুচ্ছ –ত্রিভুজ, প্রণয়ন, বিমর্ষ।
৩৭. ব্রজবুলি একটি-ভাষা।
৩৮. নাসিকা ধ্বনি –ম।
৩৯. ণ-ত্ব ও ষত্ব বিধান ব্যাকরণে আলোচিত হয়- ধ্বনিতত্ত্বে।
৪০. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- মনস+ঈষা।