Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8416
১. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন:
ক. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার
খ. আধুনিক জীবন ও প্রযুক্তি
২. সারমর্ম লিখুন
অধম রতন পাইলে কি হইবে ফল?
উপদেশে কখনও কি সাধু হয় খল?
ভালো মন্দ দোষগুণ আঁধারেতে ধরে,
ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উপরে
জলধি জল করিয়া ভক্ষণ
জলধর করে দেখ সুধা বরিষণ
সজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া
কুজনে কুরব করে সু-রব নাশিয়া।
৩. ডেঙ্গু মশার প্রতিকার বিষয়ে দিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখুন।
৪. বাংলায় অনুবাদ করুন:
Patriotism is love and affection for the country . It is a powerful and completely selfless sentiment. A patriot can lay down his life for the welfare of his country . It is the kind of symbol that gives courage and strength to people narrow-minded and selfish.
অনুবাদ: দেশের প্রতি ভালোবাসা ও সমতাই হলো দেশপ্রেশ ।এটি একটি প্রগাঢ় এবং পুরোপুরি নিঃস্বার্থ অনুভূতি। একজন দেশপ্রেমিক তার দেশের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে। এটা সেই প্রতীক, যা জনগণকে সাহস ও শক্তি জোগায়। কিন্তু নিছকই দেশপ্রেমের মুখোশ মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে।
৫. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন :
ক. অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী ? উদাহরণসহ বিস্তারিত লিখুন ।
খ. বানান শুদ্ধ করে লিখুন : জীবীকা , অত্যাধিক ।
গ. বিপরীত শব্দ লিখুন : হ্রাস , শারীরিক।
ঘ. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দজোড় দিয়ে বাক্য গঠন করুন: অন্ন-অন্য।
ঙ. সমাস নির্ণয় করুন: রাজপথ , ত্রিফলা, সিংহাসন , যথাসাধ্য , চাঁদমুখ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    559 Views
    by sajib
    0 Replies 
    988 Views
    by rajib
    0 Replies 
    370 Views
    by sajib
    0 Replies 
    422 Views
    by rajib
    0 Replies 
    232 Views
    by rajib