Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8359
১.রাবণ-অনুজ , লক্ষি রাবণ-আত্মজে-এখানে লক্ষি শব্দটি –উঃ ক্রিয়া ।
২.বাদলায় বন্দুক-বারুদ কি-একটু নেবে না?-উঃ জিরিয়ে ।
৩.মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয় , লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই –উঃ চেহারা।
৪. আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ –উঃ অংশ, অক্কাল , অঙ্ক।
৫. ক্রমাগত ভুল কোরো না। -বাক্যটিতে ক্রমাগত শব্দটি-উঃক্রিয়া-বিশেষণ।
৬.বৈষম্যবিরোধী শব্দটি যে সমাস নিষ্পন্ন –উঃ তৎপুরুষ।
৭.পোড়-খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ- উঃ প্রতিকূলতা পেরোননো।
৮. অ-ধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ-উঃ অনেক।
৯.রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় –উঃ পদ্ম-গোখরা।
১০. বিলাসী গল্পে উল্লেখ নেই-উঃ বাবরের।
১১.কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে-উঃ আত্মাকে চেনার মাধ্যমে।
১২.দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার-এখানে হাল শব্দটির অর্থ-উঃ দশা।
১৩.Literal শব্দের বাংলা পরিভাষা –উঃ আক্ষরিক।
১৪. সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা-উঃ সকালের।
১৫. বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা- উঃ ছিন্নপত্র।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1680 Views
    by rana
    0 Replies 
    1971 Views
    by rajib
    0 Replies 
    185 Views
    by rana
    0 Replies 
    2924 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1991 Views
    by apple