Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8334
• মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কোন কারকে কোন বিভক্তি?-উঃ অপাদানে পঞ্চমী বিভক্তি
• সাদা মেঘে বৃষ্টি হয় না। -এখানে মেঘে কোন কারক ?-উঃ অপাদান
• কি সাহসে ওখানে গেলে বাক্যে নিম্ররেখ পদটির কারক ও বিভক্তি কোনটি?-উঃ অপাদানে সপ্তমী
• বাদলের ধারা ঝরে ঝর ঝর নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি?-উঃ অপাদানে ষষ্ঠী
• বর্ষাকালে সাপের ভয় সাপের কোন কারকে কোন বিভক্তি?-উঃ অপাদানে ষষ্ঠী
• যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয় বাক্যে নিম্ররেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উঃ অপাদানে ষষ্ঠী
• বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি ?-উঃঅপাদানে ৭মী
• আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে এখানে রাঘবে কোন কারক?-উঃঅপাদান
• সব ঝিনুকে মুক্তা মেলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?-উঃ অপাদানে সপ্তমী
• অধিকরণ কারক কত প্রকার ?-উঃ তিন প্রকার
• অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?-উঃ গোয়ালে গরু আছে
• কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ ?-উঃ গগণে গরজে মেঘ ঘন বরষা
• অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? –উঃ আগামীকাল বাড়ি যাব
• পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভকি্ত ?-উঃঅধিকরণে ৭মী
• এই নদীর মাছ বড় ।বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?-উঃ অধিকরণে ৭মী
• নেহাল অঙ্কে খুব কাঁচা –বাক্যে নিম্নেরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?-উঃ অধিকরণে ৭মী
• আষাঢ়ে বৃষ্টি নামে –বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?-উঃঅধিকরণে ৭মী
• বাড়ি ঘুরে এস বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?- উঃঅধিকরণে প্রথমা
• পরের দিন উৎসব বাক্যে মাঝের শব্দটি কোন কারকেরে উদাহরণ ?-উঃ অধিকরণ কারক
• হৃদয় আমার নাচের আজিকে বাক্যে নিম্নেরেখ শব্দটি কোন বিভক্তি?-উঃ অধিকরণে ২য়া
• আজিকে নগদ কালকে ধার । বাক্যে নিম্নরেখ শব্দটি কোন বিভক্তি?-উঃ অধিকরণে ২য়া
• খিলিপান দিয়ে ঔষধ খাবে। বাক্যে খিলিপান দিয়ে কোন কারকে কোন বিভক্তি?-উঃ অধিকরণে তৃতীয়া
• অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ –উঃ বাড়ি থেকে নদী দেখা যায়
• সূর্যোদয়ে অন্ধকার দূরীভুত হয়। এখানে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি?-উঃ অধিকরণে ৭মী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    750 Views
    by rafique
    0 Replies 
    942 Views
    by rafique
    0 Replies 
    499 Views
    by shahan
    0 Replies 
    321 Views
    by shahan
    0 Replies 
    408 Views
    by shahan

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]