Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8263
অরণ্য এর লিংগান্তর কি?-উঃ অরণ্যানী।
কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ ?-উঃ বনানী।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-উঃ শ্রদ্ধাস্পদাসু।
দুটি পুরুষবাচক নাম শব্দকে কি বলে?-উঃ ননদ।
শ্বশ্রু এর অর্থ কি?-উঃ শাশুড়ী।
বকনা শব্দের অর্থ- উঃ গাই-বাছুর।
নিচের কোন শব্দটি ক্লীব লিঙ্গ?-উঃ ফুল ।
বঁধু হচ্ছে- উঃ উভয় লিঙ্গ।
বিধবা শব্দের বিপরীতি লিঙ্গ কি?-উঃ বিপত্নীক।
বচন অর্থ কি?-সংখ্যার ধারণা ।
কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?-উঃ গ্রাম ।
সাহেব শব্দের বহু বচন কোনটি?-উঃ সাহেবান।
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়- উঃ নির্বাচকমণ্ডলী ।
কোনটি সঠিক?-উঃ মেঘপুঞ্জ।
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?-উঃ সিংহ বনে থাকে।
কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে?-উঃ পাকা পাকা আম।
বনে বনে ফুল ফুটেছে। এখানে ফুল-বহুবচন।
ডালে ডালে কুসুম ভার-এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে?- সমূহ।
কোনটি ক্রমবাচক সংখ্যা?-উঃ সপ্তম ।
ব্যাকরণে পুরুষ কাকে বলে?-উঃ বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ।
সে কোন পুরুষ ?-উঃ মধ্যম পুরুষ।
করেছে, করেছো , করেছেন-বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়?-উঃ মর্যাদাভেদের কারণে।
কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?-উঃ ওরা কি করে?
নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও , নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে-কোনটির?-উঃ উপসর্গের।
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে- উপসর্গ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    750 Views
    by rafique
    0 Replies 
    940 Views
    by rafique
    0 Replies 
    866 Views
    by rafique
    0 Replies 
    499 Views
    by shahan
    0 Replies 
    321 Views
    by shahan

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]