Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8259
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি- বাক্যটির কাল নির্ণয় কর।– উঃপুরাঘটিত বর্তমান।
কোন কাল নির্ণয় করুন: সে স্কুল গিয়েছে।–উঃ পুরাঘটিত বর্তমান।
সে পুরস্কার পেয়েছে ‘’ কোন ধরনের বর্তমান কাল?-উঃ পুরাঘটিত বর্তমান।
আগে প্রতি বছর এখান খেলা হত। বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে?-উঃ নিত্যবৃত্ত অতীত।
তুমি যদি যেতে ভাল হত- বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল?-উঃ নিত্যবৃত্ত অতীত।
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?-উঃ পড়াতাম।
কোনটি অনুজ্ঞা?-উঃ তুমি যাও।
কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?-উঃ কাল একবার এসো।
আমার এ দরখাস্তটা পড়ুন বর্তমানের এ অনুজ্ঞা দ্বারা কি বুঝায়?-উঃপ্রার্থনা।
আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না –বাক্যটি কোন ভাবের ক্রিয়া? –উঃ অনির্দেশক ভাব।
টি,টি, খানা ইত্যাদি –উঃ পদাশ্রিত নির্দেশক।
সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই-উঃ অনুসর্গ।
অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়?-উঃ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে।
রাষ্ট্রপতি কেন লিঙ্গ?-উঃ উভয় লিঙ্গ।
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?- উঃকবিরাজ।
দেবর এর স্ত্রীবাচক শব্দ কী?-উঃ ননদ।
গরীয়ান শব্দটি কোন লিঙ্গ ?-উঃ পুংলিঙ্গ।
শিশু শব্দটি কোন লিঙ্গ?-উঃ উভয় লিঙ্গ।
সাথী শব্দটি কোন লিঙ্গ?- উভয় লিঙ্গ।
দালান শব্দটি কোন লিঙ্গ?-উঃ ক্লীবলিঙ্গ।
আমি শব্দটি কোন লিঙ্গ?- উঃ উভয় লিঙ্গ।
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?-উঃ নবীন।
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?-উঃ কেরানী।
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?-উঃ সৎমা।
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?-উঃ সতীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2235 Views
    by rafique
    0 Replies 
    2378 Views
    by rafique
    0 Replies 
    1717 Views
    by shahan
    0 Replies 
    1780 Views
    by shahan
    0 Replies 
    1193 Views
    by shahan

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]