- Thu Jan 09, 2025 12:25 pm#8224
৯. শব্দ
মাস্টার মশাই= ইংরেজি + তদ্ভব , চৌহতি = ফারসি + আরবি , ডেঙ্গু= স্পেন
১০. বচন
যে শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় – পাল ও যুথ
আমরা শব্দের একবচন-আমি
সুধী শব্দের বহুবচন = সুধীমণ্ডলী
১১. ধ্বনি
মধ্য স্বরাগমের উদাহরণ :আজ > আইজ, ;মার > মাইর, কাল> কাইল
সমীভবনের উদাহরণ : পক্ব> পক্ক,চক্র>চক্ক , চন্দন>চন্নন, ধর্ম> ধম্ম
১২. কারক
আমায় একটু আশ্রয় দাও – সম্প্রদানে ৭মী
মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন – করণে তৃতীয়া
পাপীকে ঘৃণা করো না—কর্মকারকে দি্বতীয়া
মানুষ ভাবে এক হয় আর এক –কর্তায় শূন্য।
১৩. বাগধারা
ভাবনা চিন্তাহীন –খোদার খাসি
চোখের বালি – শত্রু
ভূষণ্ডির কাক—দীর্ঘায়ু ব্যক্তি
ছাই চাপা আগুন- বদ মেজাজ
একাদশে বৃহস্পতি—সৌভাগ্যের বিষয়
ধর্মের ষাঁড়- অকর্মণ্য
১৪. দ্বিরুক্ত শব্দ
যে ধরনের দ্বিতে বিভক্তি যুক্ত হতে দেখা যায়- পুনরায় দ্বিতে
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে বলে-ঋণাত্মক দ্বিত্ব
বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব – মজার মজার
১৫.সমার্থক শব্দ
ইচ্ছা : আকাঙ্ক্ষা,অভিলাষ, অভিরুচি , অভিপ্রায় , স্পৃহা
পর্বত: অচল ,গিরি ,ভূধর, শৈল,অদ্রি, নগ, শিখরী
তুষার:বরফ, তুহিন, নীহার, হিম , হিমানী, শীতল।
১৬. এক কথায় প্রকাশ
একই গুরুর শিষ্য –সতীর্থ
শুকনো পাতার শব্দ—মর্মর
তাল ঠিক নেই যার- বেতাল
পাখির কলরব- কূজন
ভ্রমরের গান- গুঞ্জন
মাস্টার মশাই= ইংরেজি + তদ্ভব , চৌহতি = ফারসি + আরবি , ডেঙ্গু= স্পেন
১০. বচন
যে শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় – পাল ও যুথ
আমরা শব্দের একবচন-আমি
সুধী শব্দের বহুবচন = সুধীমণ্ডলী
১১. ধ্বনি
মধ্য স্বরাগমের উদাহরণ :আজ > আইজ, ;মার > মাইর, কাল> কাইল
সমীভবনের উদাহরণ : পক্ব> পক্ক,চক্র>চক্ক , চন্দন>চন্নন, ধর্ম> ধম্ম
১২. কারক
আমায় একটু আশ্রয় দাও – সম্প্রদানে ৭মী
মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন – করণে তৃতীয়া
পাপীকে ঘৃণা করো না—কর্মকারকে দি্বতীয়া
মানুষ ভাবে এক হয় আর এক –কর্তায় শূন্য।
১৩. বাগধারা
ভাবনা চিন্তাহীন –খোদার খাসি
চোখের বালি – শত্রু
ভূষণ্ডির কাক—দীর্ঘায়ু ব্যক্তি
ছাই চাপা আগুন- বদ মেজাজ
একাদশে বৃহস্পতি—সৌভাগ্যের বিষয়
ধর্মের ষাঁড়- অকর্মণ্য
১৪. দ্বিরুক্ত শব্দ
যে ধরনের দ্বিতে বিভক্তি যুক্ত হতে দেখা যায়- পুনরায় দ্বিতে
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে বলে-ঋণাত্মক দ্বিত্ব
বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব – মজার মজার
১৫.সমার্থক শব্দ
ইচ্ছা : আকাঙ্ক্ষা,অভিলাষ, অভিরুচি , অভিপ্রায় , স্পৃহা
পর্বত: অচল ,গিরি ,ভূধর, শৈল,অদ্রি, নগ, শিখরী
তুষার:বরফ, তুহিন, নীহার, হিম , হিমানী, শীতল।
১৬. এক কথায় প্রকাশ
একই গুরুর শিষ্য –সতীর্থ
শুকনো পাতার শব্দ—মর্মর
তাল ঠিক নেই যার- বেতাল
পাখির কলরব- কূজন
ভ্রমরের গান- গুঞ্জন