- Thu Dec 26, 2024 3:42 pm#8196
কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?- যথা ধর্ম তথা জয়
যত গর্জে তত বর্ষে না । বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে ?- পরিণাম
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?-লেখা পড়া কর, নতুবা ফেল করবে
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়?- বিয়োজন অব্যয়
লোকটি দরিদ্র কিন্তু সৎ এই বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়?- অনম্বয়ী
মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ-এখানে অনম্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?- উচ্ছ্বাস
কোন বাক্যে ধ্বনাত্মক শব্দ আছে?- চিলটি সাঁ সাঁ করে উড়িয়ে গেল
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান –এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ?- ধ্বনাত্মক শব্দ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর । এখানে টাপুর টুপুর কোন পদের দ্বিরুক্তি?- অব্যয়
শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ –কুটকুট
না কোন জাতীয় শব্দ –অব্যয়
তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে না –এর ব্যবহার কি অর্থে ?- হ্যাঁ –বাচক
তুমি কি আমায় চেন ? বাক্যটিতে কি –এর ব্যাকরণগত পরিচয় – অব্যয়
ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে , কী বিপদ ! এই বাক্যের কী এর অর্থ – বিরক্ত
তুই কি কাজ করবি ,না মার খাবি ? এই বাক্যের কি অব্যয়ের ব্যবহার হয়েছে?- ক্রোম প্রকাশে
তাকেও আসতে বলেছি এই বাক্যের ও অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?-স্বীকৃতি জ্ঞাপনে
দ্বারা , দিয়া ,হইতে, থেকে –এগুলিকে বলে- অনুসর্গ অব্যয়
বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?- ক্রিয়া
বাবা বাড়ি নেই । এ বাক্যে নেই কোন পদ?- অসমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?- এক প্রকার
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?- আমি ভাত খেয়ে স্কুলে যাব
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নেই ?- তুমি বল, আমি শুনি
উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দু ভাগে বিভক্ত ?- মৌলিক ও কৃদন্ত
ধাতু কয় প্রকার?- তিন
যত গর্জে তত বর্ষে না । বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে ?- পরিণাম
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?-লেখা পড়া কর, নতুবা ফেল করবে
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়?- বিয়োজন অব্যয়
লোকটি দরিদ্র কিন্তু সৎ এই বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়?- অনম্বয়ী
মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ-এখানে অনম্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?- উচ্ছ্বাস
কোন বাক্যে ধ্বনাত্মক শব্দ আছে?- চিলটি সাঁ সাঁ করে উড়িয়ে গেল
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান –এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ?- ধ্বনাত্মক শব্দ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর । এখানে টাপুর টুপুর কোন পদের দ্বিরুক্তি?- অব্যয়
শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ –কুটকুট
না কোন জাতীয় শব্দ –অব্যয়
তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে না –এর ব্যবহার কি অর্থে ?- হ্যাঁ –বাচক
তুমি কি আমায় চেন ? বাক্যটিতে কি –এর ব্যাকরণগত পরিচয় – অব্যয়
ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে , কী বিপদ ! এই বাক্যের কী এর অর্থ – বিরক্ত
তুই কি কাজ করবি ,না মার খাবি ? এই বাক্যের কি অব্যয়ের ব্যবহার হয়েছে?- ক্রোম প্রকাশে
তাকেও আসতে বলেছি এই বাক্যের ও অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?-স্বীকৃতি জ্ঞাপনে
দ্বারা , দিয়া ,হইতে, থেকে –এগুলিকে বলে- অনুসর্গ অব্যয়
বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?- ক্রিয়া
বাবা বাড়ি নেই । এ বাক্যে নেই কোন পদ?- অসমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?- এক প্রকার
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?- আমি ভাত খেয়ে স্কুলে যাব
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নেই ?- তুমি বল, আমি শুনি
উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দু ভাগে বিভক্ত ?- মৌলিক ও কৃদন্ত
ধাতু কয় প্রকার?- তিন