Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8175
১.বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?- তুর্কি।
২. জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?- তুর্কি।
৩. চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?- তুর্কি।
৪. কোন শ্ব্দটি ইংরেজি থেকে বাংলায় এসেছে?- বোতল।
৫. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?- এজেন্ট।
৬. ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে?- ইংরেজি।
৭. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে- চা,চিনি।
৮.চা,লিচু লুচি কোন জাতীয় শব্দ?- চৈনিক।
৯. রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?- জাপানি ।
১০. হাসনুহানা কোন ভাষা থেকে এসেছে?- জাপানি।
১১. চকোলেট কোন দেশের ভাষার শব্দ ?- মেক্সিকো।
১২. পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?- হিন্দি।
১৩.ঠান্ডা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?- হিন্দি।
১৪. গ্ং শব্দটি – হিন্দি।
১৫. চানাচুর শব্দটি কোন ভাষা হতে এসেছে?-হিন্দি।
১৬. হরতাল শব্দটি কোন ভাষার ? গুজরাটি।
১৭. রুইতন শব্দটি কোন ভাষা থেকে আগত?- ওলন্দাজ।
১৮. হরতন কোন ভাষার শব্দ? ওলন্দাজ।
১৯. লুঙ্গী শব্দটি কোন ভাষা থেকে আগত?- বর্মী।
২০. কিন্ডার গার্ডেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?- জার্মান।
২১. গ্রিক শব্দ কোনটি?- দাম।
২২.চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?- ফারসি+ আরবি।
২৩. পকেটমার শব্দটি কোন শ্রেণীর ?- মিশ্র।
২৪. কোনটি মিশ্র শব্দ?-চৌহদ্দি।
২৫. বেটাইম শব্দটি গঠিত হয়েছে- ফারসি ও ইংরেজি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    305 Views
    by rafique
    0 Replies 
    305 Views
    by rafique
    0 Replies 
    379 Views
    by rafique
    0 Replies 
    1635 Views
    by afsara
    0 Replies 
    276 Views
    by rafique

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]