Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8152
১.নিচের কোনটি রম্য রচনা?- পঞ্চতন্ত্র।
২. টুনি মেম কোন ধরনের রচনা?- রম্য রচনা।
৩. ব্যঙ্গ রস্যত্মক রচনা কোনটি?- ফুড কনফারেন্স।
৪. নিচের কোনটি ব্যঙ্গ রচনা ? – আয়না।
৫. জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনী?- ভলগা থেকে গঙ্গা।
৬.মানবজীবন, মহৎজীবন, উন্নতজীবন –প্রভৃতি গ্রন্থের রচয়িতা ?- মো: লৎফর রহমান।
৭. প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা , নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা – কালীপ্রসন্ন ঘোষ।
৮. এসো বিজ্ঞানের রাজ্যে লেখক কে?- আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন।
৯. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি- বিচিত চিন্তা।
১০. শূন্যপুরান গ্রন্থটির রচয়িতা কে ?- রামাই পন্ডিত ।
১১. আরজ আলী মাতব্বুর কী হিসেবে পরিচিত ?- দার্শনিক ।
১২. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির লেখক কে?- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৩. বটতলার উপন্যাস গ্রন্থ কে রচনা করেন?- রাজিয়া খান
১৪. ছাপান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখক কে?- হুমায়ুন আজাদ।
১৫. বিলাতে সাড়ে সাতশ দিন গ্রন্থটির রচয়িতা কে?- মুহম্মদ আবদুল হাই।
১৬. ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?- বদরুদ্দীন উমর।
১৭. সংস্কৃতির সংকট প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন?- বদরুদ্দিন উমর।
১৮. সংস্কৃতি সংকট প্রবন্ধ গ্রন্তটি রচনা করেছেন- বদরুদ্দিন উমর।
১৯.সংস্কৃতি কথা গ্রন্থটির রচয়িতার নাম – মোতাহের হোসেন চৌধুরী।
২০. সংস্কৃতির রূপান্তর গ্রন্থের রচয়িতা কে?- গোপাল হালদার।
২১. পারস্য প্রতিজ্ঞা গ্রন্থের রচয়িতা কে ?- মোঃ বরকতুল্লাহ ।
২২. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?- মনীষা মঞ্জুষা।
২৩. আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেছেন- আব্দুল করিম সাহিত্য বিশারদ।
২৪. পরার্থপরতার অর্থনীতির লেখক কে?- আকবর আলী খান।
২৫. ড. মুহম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?- দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    255 Views
    by rana
    0 Replies 
    273 Views
    by raihan
    0 Replies 
    302 Views
    by rana
    0 Replies 
    304 Views
    by rafique
    0 Replies 
    305 Views
    by rafique

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]